যাত্রীবিমানে দু’টি মিসাইল হামলার কথা ইরানের স্বীকার
২১ জানুয়ারি ২০২০ইউক্রেনের বিমানটিতে ১৭৬ জন যাত্রী ও ক্রু ছিলেন৷ গত ৮ জানুয়ারি মিসাইল হামলায় সবাই মারা যান৷
ঘটনা নিয়ে এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান৷ ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে৷ প্রাথমিক এই তদন্ত রিপোর্টে দেখা গেছে, পিএস৭৫২ ফ্লাইটটিতে দু’টি টর-এম১ মিসাইল আঘাত হেনেছিল৷
কর্তৃপক্ষ জানিয়েছে, মিসাইল আঘাত করা ও এরপর বিমান কেমন করে দুর্ঘটনায় পড়ল, তার বিস্তারিত নিয়ে এখনো তদন্তে চলছে৷ এছাড়া কারা এই হামলা করেছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে৷
টর-এম১ মিসাইল স্বল্প পাল্লার৷ এটি মাটি থেকে আকাশে ছুঁড়ে মারার মিসাইল৷ সাবেক সোভিয়েত ইউনিয়ন এই মিসাইলের নকশা করেছিল বিমান বা ক্রুজ মিসাইলে হামলা করার জন্য৷ ২০১৭ সালে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে রাশিয়ার কাছ থেকে ২৯টি টর-এম১ মিসাইল ইউনিট কেনে ইরান৷
বিমান দুর্ঘটনার পর ইরান প্রথমে দাবি করেছিল ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে৷ কিন্তু মিসাইল হামলার একটি ভিডিও প্রকাশ হয়ে পড়লে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ক্যানাডা হামলা করা হয়েছে দাবি করলে, তিনদিন পর ভূলবশতঃ এই হামলা হয়েছে বলে দাবি করে ইরান৷
এদিকে, এই হামলাটিকে প্রথমে সরকার ভিন্নদিকে ঘুরিয়ে দিতে চাওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ইরানের জনগণের ভেতরে৷ সবশেষ চলচ্চিত্র শিল্পীরা সরকারের সমালোচনায় ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন৷
এতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে কর্তৃপক্ষ৷ ১ ফেব্রুয়ারি হবার কথা এই অনুষ্ঠান৷ উৎসব কর্তৃপক্ষ পরে জানায়, তারা দিনটিকে শোকের দিন হিসেবে উৎযাপন করবে৷
জেডএ/কেএম (এএফপি, ডিপিএ)