রবীন্দ্রসংগীত সম্মেলন
১০ মার্চ ২০১২বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ রবীন্দ্রসংগীত শিল্পী কাজী শাহজাহান হাফীজ৷ এছাড়া বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী৷ তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের চেতনা ধারণ করার মাধ্যমে আমাদের সংস্কৃতির অবক্ষয় রোধ করা সম্ভব৷ আমরা বিভিন্ন সংকটের সময় রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই৷'
তিনদিনের এই আয়োজনে অংশ নেন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা৷ অনুষ্ঠানমালায় ছিল সেমিনার, গান, আবৃত্তি ও নাচ৷ সেমিনারের বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের ভাবনায় ও কর্মে শিশুশিক্ষা'৷ মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক অসিতবরণ ঘোষ৷
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে যান৷ সেসময় তিনি স্থানীয় বিদ্যাময়ী স্কুল পরিদর্শন করেন৷ আনন্দমোহন কলেজ ও তৎকালীন ময়মনসিংহ পৌরসভা রবীন্দ্রনাথকে মানপত্র দিয়েছিল৷ তিনিও একটি বক্তৃতা দিয়েছিলেন৷ এবারের সম্মেলনে ঐ সময়কার আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল৷
এবার ‘রবীন্দ্র পদক' দেওয়া হয় অধ্যাপক যতীন সরকার ও প্রবীণ শিল্পী শামসুজ্জামানকে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়