মশার বন্ধ্যাকরণ!
৩ আগস্ট ২০১৪সূর্যাস্ত হলেই মশারা বের হয়ে আসে৷ তাদের ক্ষুদ্র মস্তিষ্কে শুধু দুই চিন্তা৷ খাওয়া ও যৌনতা৷ স্ত্রী মশারা সান্ধ্যভোজ হিসাবে রক্ত, বিশেষ করে মানুষের রক্ত পছন্দ করে৷ আর এইভাবে বিভিন্ন অসুখ বিসুখ সংক্রমণ করে থাকে তারা৷
বিজ্ঞানীরা মশা দমনে নানারকম পদ্ধতি আবিষ্কার করেছেন৷ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-র গবেষকরা মশকদের বংশবিস্তারের বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন এখন৷ তাঁদের মাথায় এক অভিনব আইডিয়া এসেছে৷ আর তা হলো বন্ধ্যাকরণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করা৷
দ্রুত গতিতে বংশবিস্তার
পুরুষ ও স্ত্রী মশার মিলনপর্বটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়৷ আর এর মধ্যেই বংশবিস্তারের কাজটা হয়ে যায়৷ পরে এই বংশধররাই ম্যালেরিয়া, ডেঙ্গু ও পীতজ্বরের মতো সংক্রামক রোগ ব্যাধি ছড়ায়৷
ল্যাবরেটরিতে তেজষ্ক্রিয়তা দিয়ে পুরুষ মশাকে নির্বীজিত করার পরীক্ষা চালান গবেষকরা৷ স্ত্রী মশা জীবনে একবারই পুরুষ মশার সঙ্গে মিলিত হতে পারে৷ পুরুষ মশারা প্রজনন করতে পারে অনেকবার৷ স্ত্রী মশারাই অসুখ বিস্তার করে থাকে বলে পুরুষ মশাদের নির্বীজ করলে বংশবিস্তার কম হবে, এই আশা গবেষকদের৷ এক ধরনের মাছির ওপর পরীক্ষা চালিয়ে এই পদ্ধতির সাফল্য দেখা গেছে৷
বহু মানুষ মারা যায় ম্যালেরিয়ায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী বছরে ৭৫০,০০০ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়৷ এর মধ্যে অধিকাংশই আফ্রিকার পাঁচ বছরের নীচে বাচ্চা৷ যাদের কোনো সংক্রমিত মশা কামড় দিয়েছে৷
গবেষকরা মনে করেন মশাকে এইভাবে নিধন করা গেলে কীটনাশকের প্রয়োজনীয়তাও কম হবে৷
লক্ষ্য করা গেছে আফ্রিকার বুরকিনা ফাসোতে মশারা কীটনাশক প্রতিরোধী হয়ে পড়ছে৷ বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য দারুণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷
কৃষিখেতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার কারণে এমনটি হচ্ছে বলে পতঙ্গবিদ রোশ ডাবির এর ধারণা৷ কীটনাশক শুধু কৃষিখেতে নয়, বাড়িতে ও মশারিতেও ব্যবহার করা হয়৷ ডাবির বলেন, ‘‘বন্ধ্যাকরণ প্রযুক্তির উন্নয়নের ফলে কীটনাশক যে বাহুল্য হয়ে যাবে এমন কোনো কথা নেই৷ মশা দমন কর্মসূচিতে এই পদ্ধতি সহায়তা করতে পারে৷''
প্রচুর পরিমাণে বন্ধ্যা মশা ছাড়তে হবে
বন্ধ্যাকরণ পদ্ধতি কাজে লাগিয়ে মশা দমন করতে হলে প্রচুর পরিমাণে নির্বীজ মশা প্রকৃতিতে ছাড়তে হবে৷ এতদিন অল্প পরিমাণ মশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে৷ কিন্তু প্রশ্ন হলো বন্ধ্যা পুরুষ মশার প্রতি স্ত্রী মশা আকৃষ্ট হবে কিনা৷ কোটি কোটি বন্ধ্যা পুরুষ মশা বাইরে ছেড়ে দিলেও কোনো লাভ হবে না, যদি স্ত্রী মশারা তাদের প্রত্যাখ্যান করে জননক্ষম বন্য মশাদের প্রতি আকৃষ্ট হয়৷
এক্ষেত্রে ল্যাবরেটরির মশাদের ‘সেক্স অ্যাপিলটা' কীরকম হবে সেটাই দেখার বিষয়৷