1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআর্জেন্টিনা

ম্যারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে

১৪ অক্টোবর ২০২২

নিলামে উঠতে চলেছে সেই বল। ১৯৮৬-র বিশ্বকাপে যে বল হাত দিয়ে ইংল্যান্ডের গোলে পাঠান ম্যারাডোনা।

https://p.dw.com/p/4IB0C
ম্যারাডোনার সেই বিতর্কিত গোল।
ম্যারাডোনার সেই বিতর্কিত গোল।ছবি: Joe Pepler/empics/dpa/picture alliance

সেই গোল নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ম্যারাডোনা ওই গোলকে বলেছিলেন, 'হ্যান্ড অফ গড' বা ঈশ্বরের হাত দিয়েই যে গোল হয়েছে।

সেই বল এবার নিলামে উঠবে এবং আশা করা হচ্ছে, অন্তত ৩০ লাখ ডলার বা ২৫ কোটিতে বিক্রি হবে সেই বল। আগামী ১৬ নভেম্বর ওই বলটি নিলামে তোলা হবে।

ওই বল আছে তিউনিশিয়ার সাবেক রেফারি আলি বিন নাসেরের কাছে। তিনিই ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এবং ম্যারাডোনা যে হাত দিয়ে গোল করেছেন, তা তিনি ধরতে পারেননি।

নাসের বলেছেন, ''এই বল এখন আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অঙ্গ। তাই এই বলকে বিশ্বের মানুষের সামনে নিয়ে আসার এটাই প্রকৃষ্ট সময়। আমি নিশ্চিত, যিনি এই বল কিনবেন, তিনি তা কোনো না কোনোভাবে মানুষকে দেখতে দেবেন।''

সেই ম্যাচ

কোনো সন্দেহ নেই, ১৯৮৬র বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ইংল্য়ান্ড ম্যাচটি ছিল ম্যারাডোনার বিশ্বকাপ জেতার পথে সবচেয়ে বিখ্যাত ম্যাচ। ম্যারাডোনা ম্যাচে দুইটি গোল করেন এবং আর্জেন্টিনা ২-১ গোলে জেতে।

প্রথম গোলের ক্ষেত্রে ম্যারাডোনা হেড করার জন্য লাফিয়েছিলেন। কিন্তু মাথা নয়, হাত দিয়েই তিনি বলটিকে গোলে পাঠান। পিটার শিলটনের পাশ দিয়ে বল গোলে ঢোকে। ইংল্যান্ডের প্লেয়াররা নাসেরের কাছে প্রবল প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তিনি গোল বাতিল করেননি।

পরে ম্যারাডোনা মজা করে বলেছিলেন, ওই গোলটি ছিল তার কিঞ্চিত হেড ও কিঞ্চিত ভগবানের হাতের ফসল।

ম্যারাডোনাই কি সর্বকালের সেরা?

এরপর ম্যারাডোনা যে দ্বিতীয় গোলটি দিয়েছিলেন, তাকে 'গোল অফ দ্য সেঞ্চুরি 'বলে আখ্যা দিয়েছে ফিফা।  নিজেদের হাফলাইনের ভিতর থেকে বল নিয়ে গোলকিপার-সহ প্রায় গোটা ইংল্যাান্ড টিমকে কাটিয়ে তিনি গোল করেন।

আর্জেন্টিনা সেই ম্যাচ জেতে। পরে বিশ্বকাপও। ম্যারাডোনা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের স্বীকৃতি পান। ২০২০ সালে মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা যান।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)