ম্যানহোল থেকে ইঁদুর উদ্ধার করে তারকা যারা
১ মার্চ ২০১৯জার্মানির একটি ছোট শহরে ইঁদুর উদ্ধারের এই খবর সাড়া জাগিয়েছে গোটা বিশ্বে৷ নর্দমার বাসিন্দা পুরুষ ইঁদুরটি সপ্তাহান্তে বাইরে বের হতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল৷ সেটি ম্যানহোলের ফুটোতে আটকে গেলে খবর দেয়া হয় উদ্ধারকর্মীদের৷ জার্মানির বন্সহাইম শহরের এই ঘটনা বিশ্ব মিডিয়াতে ফলাও করে প্রকাশ হয়েছে৷
প্রাণীরক্ষা বিশেষজ্ঞ মিশায়েল সেয়ার বার্তা সংস্থা ডিপিএকে বলেন, ‘‘ইঁদুরটির শরীরের অনেক ‘উইন্টার ফ্যাট' জমে গিয়েছিল৷ ফলে সেটি ম্যানহোলে এমনভাবে আটকে যায় যে ভেতরেও ফিরতে পারছিল না, বাইরেও আসতে পারছিল না৷''
প্রথমে অবশ্য একজন প্রাণীরক্ষক ইঁদুরটিকে মুক্ত করার চেষ্টা করেন৷ কিন্তু তিনি ব্যর্থ হওয়ার পর পাশের শহরের দমকলবাহিনীকে খবর দেয়া হয়৷ খবর পেয়ে আটদলের এক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো ম্যানহোলটি তুলে ফেলে এবং চাপ দিয়ে ইঁদুরটিকে মুক্ত করে৷ উদ্ধারের সময় ইঁদুরটি কোনো আঘাত পায়নি৷
এক বিবৃতিতে দমকল বাহিনী জানিয়েছে, ‘‘ইঁদুরটিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে৷ সেটিকে উদ্ধারে ২৫ মিনিটের মতো সময় লেগেছে৷''
পরবর্তীতে একটি প্রাণীরক্ষা গ্রুপ ইঁদুরটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেটি ভাইরাল হয়ে যায়৷ অনেকেই উদ্ধারকারী দলের প্রশংসা করে লিখেছেন, প্রত্যেক প্রাণীই সাহায্য পাওয়ার দাবি রাখে৷
প্রসঙ্গত, বন্সহাইমে এমন এক সময় ইঁদুরটি উদ্ধার করা হলো যখন জার্মানির আরেক শহর ডর্টমুন্ডে বিষ প্রয়োগের মাধ্যমে ইঁদুর হত্যা শুরু হয়েছে৷ ফেসবুকে অনেকে ইঁদুর উদ্ধারে প্রশংসার পাশাপাশি ইঁদুর হত্যার সমালোচনাও করেছেন৷
রেবেকা স্টাউডেনমায়ার/এআই