1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যানচেস্টার ইউনাইটেড-এর নতুন কোচ ময়েস

১২ মে ২০১৩

ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, স্যার অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থান পূরণ করবেন ডেভিড ময়েস৷ গত বুধবার অবসর গ্রহণ করা ফার্গুসন নিজেই তাঁর স্থানে ময়েসকে সুপারিশ করেছেন৷

https://p.dw.com/p/18W6p
ছবি: Getty Images

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের ক্লাবটি জানায়, ম্যানচেস্টারের নতুন ম্যানেজার হিসেবে ফার্গুসনের জায়গাটি নিচ্ছেন ডেভিড ময়েস৷

চলতি মৌসুমের শেষ অবধি অবশ্য ময়েস এভারটনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন৷ এরপর পহেলা জুলাই ছয় বছর মেয়াদি চুক্তিতে ম্যানচেষ্টারে কাজ শুরু করবেন তিনি৷

এর আগে গত সপ্তাহে ৭১ বছর বয়সি স্কটসম্যান অ্যালেক্স ফার্গুসন জানান, ১৯শে মে চলতি মৌসুমে ইউনাইটেডের শেষ খেলার পর বিদায় নেবেন তিনি৷ তবে ম্যানেজার হিসেবে বিদায় নিলেও ম্যান ইউ-এর ডিরেক্টর পদে থাকবেন তিনি৷ সেই সঙ্গে ক্লাবের ‘অ্যাম্বাস্যাডার' হিসেবেও কাজ করবেন ফার্গুসন৷

Bildergalerie Sir Alex Ferguson
ময়েসের নাম প্রস্তাব করেছেন ফার্গুসনছবি: PAUL ELLIS/AFP/Getty Images

ইতোমধ্যে ময়েসের প্রতি নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন ফার্গুসন৷ ময়েসকে তিনি বিবেচনা করেন ‘কাজের প্রতি নৈতিক বোধসম্পন্ন এক মহৎ ব্যক্তি হিসেবে'৷ ফার্গুসন বলেন, আমরা সর্বসম্মতিক্রমে ময়েসকে বাছাই করেছি৷

এদিকে, ম্যানচেষ্টার ইউনাইটেড-এর ম্যানেজার পদটি সাদরে গ্রহণ করেছেন ময়েস৷ এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ম্যানচেস্টার ইউনাইটেড-এর ম্যানেজারের পদের জন্য আমন্ত্রণ পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার৷ আমি আনন্দিত যে স্যার অ্যালেক্স আমাকে এই পদের জন্য উপযুক্ত মনে করেছেন৷ ফুটবল ক্লাব এবং অন্যান্য ক্ষেত্রে তিনি যা কিছু করেছেন, সেসবের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে৷''

ময়েস অবশ্য স্বীকার করেছেন, এখন অবধি ম্যান ইউ'র যোগ্যতম ম্যানেজারের সফলতা অনুসরণ করা অত্যন্ত কঠিন হবে৷ একইসঙ্গে আবার এরকম সুযোগ সবসময় আসে না৷ তাই আগামী মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেড-এর দায়িত্ব নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তিনি৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য