1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের স্যালুট দিন, স্যালুট নিন

২১ সেপ্টেম্বর ২০২২

ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মেয়েরা৷ আনন্দে ভাসছে সারা দেশ৷ অসামান্য সাফল্যের যথোপযুক্ত এ আনন্দের বাতাবরণে একটা শঙ্কাও জাগছে মনে- দু' দিন বাদে সব ভুলে যাবে না তো সবাই!

https://p.dw.com/p/4H60l
Fußballteam der Frauen von Bangladesch am Shahjalal International Airport
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাফ ফুটবল চ্যাম্পিয়নরাছবি: Mortuza Rashed/DW

আশঙ্কাটা সবচেয়ে বেশি বাফুফে-কে নিয়ে৷ মানতেই হবে ফুটবলের সার্বিক উন্নয়নে বাফুফের হাজার ব্যর্থতা থাকলেও মেয়েদের এই কাঠমান্ডু জয়ে তাদেরও অবদান আছে৷ হ্যাঁ, মাঠে সাবিনা-কৃষ্ণা-মনিকারাই লড়েছেন, এ অর্জন তাদের লড়াইয়েরই প্রত্যক্ষ সুফল, তবে এই সুফল ঘরে তোলার পথ রচনায় বাফুফের সুপরিকল্পনা নিশ্চয়ই সুপ্রযুক্ত হয়েছে৷ মনিকা-আনাই-আনুচিং-সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণাদের দারিদ্র্য, কুসংস্কার, চরম পুরুষতান্ত্রিকতাসহ সমাজের নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে হিমালয়ের দেশ থেকে মাথা উঁচু করে স্বদেশ প্রত্যাবর্তনের এই ক্ষণে বাফুফেকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়৷

তবে সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্যকে পাটাতন করে আরো আরো সাফল্যের সৌধ রচনার প্রস্তুতিরও এখনই সময়৷ দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে স্বপ্নটাকে আরো বহুদূর প্রসারিত করার দায়িত্ব যেন ভুলে না যায়৷ মনিকা-আনাই-আনুচিং-সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণাদের এখনো অনেক সুযোগ-সুবিধা দরকার, আরো নিরাপদ জীবনের নিশ্চয়তা দরকার, সব সময় তাদের পাশে থাকা দরকার – এ কথাও যেন বাফুফে ভুলে না যায়৷

Bangaldesch | SAFF Women's Championship | 3-1 Sieg gegen Nepal
ছবি: Mir Farid

ভুলে যাওয়ার সুদীর্ঘ অতীত আছে বলেই এ আশঙ্কা৷

দু' বছর আগে ক্রিকেটে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশের ছেলেরা৷ প্রবল উচ্ছ্বাসে তখনও কেঁপেছে দেশ৷ উড়েছে আশার সহস্র ফানুস৷ অথচ বিশ্বজয়ী সেই ক্রিকেটারদের পরিচর্যা ঠিকভাবে হয়েছে কিনা এ প্রশ্ন এখন খুবই সময়োপযোগী৷ না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই দলের একাধিক খেলোয়াড়কে দেখার সম্ভাবনা হয়ত থাকতো৷ অনেক তরুণ জাতীয় দলের কড়া নাড়ছেন- এমনটিও আমরা হয়ত দেখতে পেতাম৷ 

ক্রিকেটেও কিন্তু মেয়েরা পিছিয়ে নেই৷ বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে এশিয়াসেরা হয়েছেন চার বছর আগে৷ কিন্তু তারপর? চার বছরে খুব বেশি কিছু বদলায়নি৷ এখনো সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজ আর  নিগার সুলতানা-শামীমা সুলতানা-সালমা খাতুন-সানজিদা আক্তার মেঘলারা যেন দুই ভূবনের বাসিন্দা৷ ট্রেনিং ফ্যাসিলিটিজ, বেতন, প্রাইজমানি, সামাজিক নিরাপত্তা- সবকিছুতেই কত পার্থক্য!

Ashish Chakraborty
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

এই পার্থক্য যত দ্রুত সম্ভব সর্বোচ্চ চেষ্টায় দূর করতে হবে৷ মনিকা-আনাই-আনুচিং-সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণারা যেন পরিবারের সদস্যদের অন্ন সংস্থানের চিন্তায় না জড়িয়ে ফুটবলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে পারেন- সেই ব্যবস্থা করতে হবে৷ এলাকায় ফিরে তারা যেন সগর্বে, নিঃসঙ্কোচে ফুটবলার হিসেবে নিজেকে আরো শানিত করার চেষ্টা জারি রাখতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে৷সবটাই কিন্তু বাফুফের দায়িত্ব নয়৷ এখন যেমন সবাই সোৎসাহে স্বপ্রণোদিত হয়ে মনিকা-আনাই-আনুচিং-সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণাদের স্যালুট জানাচ্ছেন, ভবিষ্যতেও যার পক্ষে যেভাবে যতটা সম্ভব তাদের পাশে  থাকাটা খুব জরুরি৷ তাহলে বর্তমানের এবং আগামীর মনিকা-আনাই-আনুচিং-সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণারাও আমাদের স্যালুট জানাবেন৷

Bangaldesch | SAFF Women's Championship | 3-1 Sieg gegen Nepal
দশরথ স্টেডিয়ামে জাতীয় পতাকা হাতে বাংলাদেশের মেয়েদের ল্যাপ অব অনারছবি: Mir Farid