মেসির বেতন ও চুক্তির খুঁটিনাটি
নিজের আইনজীবীকে দিয়ে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে বিদায়ের বার্তা পাঠিয়েছিলেন লিওনেল মেসি৷৷ ছবিঘরে থাকছে তার বেতন ও চুক্তির খুঁটিনাটি সব তথ্য৷
ইতিহাসের বড় সাফল্য লিওর কারণে
মেসির কারণেই ইতিহাসের সফলতম সময় কাটিয়েছে বার্সেলোনা৷ ২৬টি লিগ শিরোপার ১০টি জিতেছে মেসির মূল দলে অভিষেকের পর, ৫টি চ্যাম্পিয়ন্সলিগের ৪টি এসেছে এই সময়ে৷
ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি গোল
ক্লাবের জার্সিতে গোলের দিক থেকে শীর্ষে তিনি, ৬৩৪টি গোল৷ অর্থাৎ বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার যে মেসি তা নিয়ে সংশয় নেই৷
বার্সা ছাড়ার সিদ্ধান্ত
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে কাতালানরা৷ আগের তিন মৌসুমেও অনেকটা একই অবস্থা৷ সে কারণেই হয়ত ২৫ আগস্ট নিজের আইনজীবীকে দিয়ে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সি এই তারকা ফুটবলার৷
চুক্তির জটিলতা
বার্সা ছাড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ক্লাবের সঙ্গে চুক্তি৷ নেইমারের চেয়েও বেশি অর্থ চাইবে বার্সা৷ ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি ২০২১ সাল পর্যন্ত৷
রিলিজ ক্লজ
বার্সার বর্তমান সভাপতির অধীনে মেসির সর্বশেষ চুক্তি অনুযায়ী, বার্সেলোনার অনিচ্ছা সত্ত্বেও কোনো ক্লাব মেসিকে কিনতে চাইলে বার্সাকে দিতে হবে ৭০ কোটি ইউরো৷
চুক্তি বাতিলের বিশেষ ধারা
মেসির চুক্তির বিশেষ ধারাটি হল: মৌসুমের শেষে ক্লাব ছেড়ে গেলে সেটার জন্য কোন মূল্য দিতে হবে না৷ ২০২০ সালের ক্ষেত্রে বার্সাকে মেসির সিদ্ধান্ত জানানোর সময় শেষ হয়েছে ১০ জুনের ২০ দিন আগে৷
করোনায় সংকট
করোনা সংকটের কারণে তিন মাস পর শুরু হয়েছে মৌসুম, শেষ আগস্টে৷ মেসির আইনজীবীর যুক্তি, এবার যেহেতু মৌসুম আগস্টে শেষ হচ্ছে এবং মেসি তার আগেই সিদ্ধান্ত জানিয়েছে ফলে এটা তাদের পক্ষে যাবে৷ তবে বার্সা বলছে শেষ সময় ছিলো জুন৷ ফলে এ অবস্থায় দু’পক্ষ আদালতের দ্বারস্থ হতে পারে৷
মেসির বেতন
মেসিকে পেতে আগ্রহী ক্লাবগুলোকে এই তারকার জন্য গুণতে হবে বিশাল অংকের অর্থ৷ শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন তিনি৷ বর্তমান সময়ে বেতনের দিক থেকে সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি, বেতন মাসে ৮৩ লাখ ইউরো (কর বাদে)৷