মেসি ৬, রোনালদো ৫
ফিফার নতুন বর্ষসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি৷ সোমবার এই অ্যাওয়ার্ড জেতেন তিনি৷ ফলে মোট ছয়বার সেরা হলেন মেসি৷ রোনালদো জিতেছেন পাঁচবার৷
সেরা ফুটবলার
বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন৷ আর্জেন্টিনাকে কোপা অ্যামেরিকায় ব্রোঞ্জ পাইয়েছেন৷ নিজে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা (১২) হয়েছেন৷ লিগে ৩৬ গোল করে ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন৷ এসব কারণে বিশ্বের সব জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকরা মেসিকে বর্ষসেরা নির্বাচিত করেছেন৷
সর্বোচ্চ ছয়বার
মেসি প্রথমবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন ২০০৯ সালে৷ এরপর ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালেও সেরা হন তিনি৷ ফলে সবমিলিয়ে ছয়বার এই খেতাব জিতলেন মেসি৷ জুভেন্টাস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা হয়েছেন পাঁচবার৷ এ বছর ফিফার তালিকায় সেরা তিনে রোনালদো ছাড়াও ছিলেন লিভারপুল ও নেদারল্যান্ডসের ভার্জিল ফান ডাইক৷
মেসিকে চেয়েছে বাংলাদেশও
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়ার তালিকায়ও প্রথম নামটি ছিল মেসির৷ আর দুই নম্বরে ছিল রোনালদোর নাম৷
উদার মেসি
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসিরও ভোট ছিল৷ তিনজনের সেই তালিকায় প্রথম ছিল লিভারপুলের সাদিও মানের নাম৷ এরপরেই ছিলেন রোনালদো৷ তবে রোনালদোর তালিকায় মেসি ছিলেন না৷ তিনি ডে লিগ্ট, ডে জং ও কিলিয়ান এমবাপেকে বেছে নিয়েছিলেন৷
সেরা কোচ ক্লপ
লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ শিরোপা জিতিয়ে ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন জার্মানির ইয়ুর্গেন ক্লপ৷ এই খেতাব জেতা তৃতীয় জার্মান হলেন ক্লপ৷ এর আগে বায়ার্ন মিউনিখের ইয়ুপ হাইঙ্কেস ও জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন৷
সেরা গোলরক্ষক
লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় গোলরক্ষক হিসেবে ব্রাজিলের আলিসন বেকারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ তারই স্বীকৃতি হিসেবে সেরা গোলরক্ষক হয়েছেন তিনি৷
সেরা নারী ফুটবলার
নারী ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান আর ইংল্যান্ডের এলেন হোয়াইটের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মেগান রেপিনু৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেও আলোচিত হয়েছিলেন তিনি৷ রেপিনুই জিতেছেন ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব৷
নারীদের সেরা কোচ
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জিতিয়ে সেরা কোচ হয়েছেন জিল এলিস৷
সেরা গোল
ফিফার বর্ষসেরা গোলের দৌড়েও মেসির নাম ছিল৷ তবে শেষ পর্যন্ত রোমানিয়ায় জন্মগ্রহণ করা হাঙ্গেরির ১৮ বছর বয়সি ডানিয়েল সোরির গোল সেরা নির্বাচিত হয়েছে৷ হাঙ্গেরীয় লিগে দেব্রেচেনের পক্ষে অভিষেক ম্যাচে খেলতে নেমে অতিরিক্ত সময়ে ফেরেনসভারসের বিরুদ্ধে গোলটি করেছিলেন সোরি৷ গোলটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷