মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে
করোনা-সংকটের সময়ে ক্রীড়াঙ্গনের তারকারা হাত গুটিয়ে বসে থাকেননি। সংকট মোকাবিলায় সহায়তার জন্য মোটা অংকের অনুদান দিচ্ছেন তারা। দেখুন ছবিঘরে...
বাংলাদেশ ক্রিকেট দল
করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে।
মেসি দিলেন ১০ লাখ ইউরো
করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার।
রোনাল্ডোও বসে নেই
মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।লিসবন আর পোর্তোর দুটি হাসপাতাল পাবে এই টাকা।
দয়ালু গার্দিওলা
এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। তবে পেপ গার্দিওয়ালার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনা ক্লাবে। তাছাড়া স্পেন তার নিজের দেশ। তাই করোনা-সংকট মোকাবিলায় স্পেনের একটি ফাউন্ডেশন এবং একটি মেডিকেল কলেজকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন গার্দিওলা।
মেসি-রোনালদোর সমান লেভানডোস্কি
করোনা ভাইরাস মোকাবিলয়জার্মান সরকার কে ১০ লাখ ইউরো দিয়েছেন বায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
জার্মান ফুটবলারদের অনুদান
জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সরকারকে ২৫ লাখ ইউরো দেবেন।
বিরাট কোহলি এবং আনুশকা শর্মা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। কত টাকা? সেটা তারা বলেননি।
ভারতীয় ক্রিকেট বোর্ড
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নরেন্দ্র মোদীর তহবিলে ৫১ কোটি রুপি দেবে।
পাকিস্তানের ক্রিকেটাররাও....
এদিকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা সে দেশের সরকারকে ৫০ লাখ রুপি অনুদান দেবেন।