মেট্রোর কাজের জন্য বৌবাজারে বাড়িতে ফাটল, সরানো হলো বাসিন্দাদের
কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। সল্ট লেক থেকে শিয়ালদহ হয়ে গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাবে হাওড়ায়। সেই লাইন তৈরির কাজের ফলে বৌবাজারে গোটা দশেক বাড়িতে ফাটল।
বাড়িতে বিশাল ফাটল
বুধবার সন্ধ্যার পর থেকে বৌবাজার এলাকার দুর্গা পিতুরি লেনের গোটা দশেক বাড়িতে বড় ফাটল দেখা দেয়। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক দেখা দেয়। বৌবাজারের দুর্গা পিতুরি লেনের ওই বাড়িগুলি যথেষ্ট পুরনো।
মেঝেতে ফাটল
এই বাড়িটিকে এমনিতেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছে পুরসভা। তার উপর বুধবার রাতে এর মেঝেতে ফাটল ধরে।
ফাটল ছাদেও
হেমন্ত গোস্বামীর বাড়ির ঠিকানা ১/৪ দুর্গা পিতুরি লেন। হেমন্ত দেখাচ্ছেন, তার বাড়ির ছাদে বিশাল ফাটল ধরেছে।
ফেটেছে দেওয়াল
অনেকগুলি বাড়ির দেওয়ালে বিশাল ফাটল দেখা দিয়েছে। ফলে সেই বাড়িগুলি বসবাসের পক্ষে বিপজ্জনক হয়ে গেছে।
জিনিসপত্র নিয়ে বাইরে
যে সব বাড়িতে ফাটল ধরেছে, তার বাসিন্দারা জিনসপত্র নিয়ে বাইরে চলে আসেন। রাস্তাতেই পড়ে আছে অনেক জিনিসপত্র।
হোটেলে আশ্রয়
যাদের বাড়িতে ফাটল ধরেছে, তারা এখন হোটেলের আশ্রয়ে। পুলিশ ও পুরসভার থেকে জানিয়ে দেয়া হয়েছে, বিপজ্জনক বাড়িতে কেউ থাকতে পারবেন না। হোটেলে থাকার খরচ দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেলের জন্য
বৌবাজারে মেট্রো রেলের কাজ চলছে। সল্ট লেক থেকে ইস্টওয়েস্ট মেট্রো শিয়ালদহ হয়ে গঙ্গার নীচ দিয়ে হাওড়া যাবে। এই লাইনের কাজ দীর্ঘদিন ধরে চলছে। সেই কাজের জন্যই এই বাড়িগুলিতে ফাটল ধরেছে বলে পুরসভা ও পুলিশ জানিয়েছে।
আড়াই বছর আগেও
আড়াই বছর আগেও বৌবাজারে মেট্রোর কাজের জন্য দুর্গা পিতুরি লেনের কিছু বাড়ির অংশবিশেষ ধসে যায়। সেসময় সুড়ঙ্গ খোঁড়ার ভুলের জন্য এরকম হয়েছিল বলে অভিযোগ। সেই আতঙ্ক আবার ফিরে এল।
প্রচুর পুলিশ
দুর্গা পিতুরি লেনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আছেন পুরসভার কর্মীরাও। পুলিশ সেখানে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
বাসিন্দারা নারাজ
দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা পুরো ঘটনায় ক্ষুব্ধ। অনেকে বাড়ি ছেড়ে যাতে চাইছেন না। তাদের বোঝাতে পুলিশ কমিশনার ও স্থানীয় কাউন্সিলার সেখানে গেছেন।
ক্ষতিপূরণের প্রশ্ন
বাসিন্দাদের প্রশ্ন, ক্ষতিপূরণ কবে দেয়া হবে? তারা দ্রুত ক্ষতিপূরণ চান। আবার নিজেদের বাড়িতে ফিরতে চান।
বারবার কেন?
বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বাড়িগুলো এমনিতেই খুব পুরনো। স্থানীয় মানুষের প্রশ্ন, সেখানে বারবার কেন মেট্রো রেলের কাজের জন্য বাড়িতে ফাটল ধরবে, বাড়ি ধসে পড়ে যাবে?