সমাজউত্তর অ্যামেরিকা
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় মৃত ১৩
১৫ মে ২০২৩বিজ্ঞাপন
রোববার ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুইটিতে আগুন ধরে যায়। দেশের উত্তরপূর্বে সিউড্যাড ভিক্টোরিয়ার কাছে এই ঘটনা ঘটে।
প্রশাসন মনে করছে, ট্রাকচালক পালিয়েছে। মৃতের সংখ্যাও আরো বাড়তে পারে। ট্রাক ও ভ্যান পুড়ে পুরো ছাই হয়ে গেছে।
মুখোমুখি সংঘর্ষের পরেই প্রবল শব্দ করে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায় এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, একটি পরিবারের সদস্যরা বাইরে গিয়েছিলেন। তারা ফিরছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো তা জানায়নি।
অতীতেও মেক্সিকোতে ওভারলোডেড ট্রাকের দুর্ঘটনা হয়েছে। এই ধরনের ট্রাকে করে অভিসাবীদের নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
জিএইচ/এসজি (এপি, রয়টার্স, ডিপিএ)