1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোয় অপহৃত ২৩

৬ ডিসেম্বর ২০১৯

মাদক মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মেক্সিকোয়। উত্তর মেক্সিকোর একটি শহরে রিহ্যাবে ঢুকে ২৩ জনকে অপহরণ করল দুষ্কৃতীরা। ১৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও খবর নেই বাকি ১০ জনের।

https://p.dw.com/p/3UIps
ছবি: Getty Images/AFP/F. Vega

মাদক পাচার নিয়ে অপরাধীদের গোষ্ঠী যুদ্ধ মেক্সিকোয় নতুন কিছু নয়। তা নিয়ে সিনেমা, সিরিজও হয়েছে। তবে বৃহস্পতিবার উত্তর মেক্সিকোর ইরাপুতো শহরে যে ঘটনা ঘটেছে, তা চমকে দিয়েছে সকলকে। মাদকাসক্তদের জন্য তৈরি একটি রিহ্যাবে ঢুকে ২৩ জনকে অপহরণ করে নিয়ে যায় ড্রাগ মাফিয়ারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান, দুষ্কৃতীদের হাতে আধুনিক অস্ত্র ছিল। পরে অবশ্য অপহৃত ১৩ জন ফিরে আসেন। এখনও খবর নেই বাকি ১০ জনের।

মাদকাসক্তি মেক্সিকোর একটি বড় সমস্যা। অনেকেই বলেন, মাদক মাফিয়াদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে দেশটি। প্রকাশ্য রাস্তায় মাদক মাফিয়াদের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধও নতুন কিছু নয়। অনেকের মতে, মাদকাসক্তদের জন্য তৈরি রিহ্যাবগুলিকে নিশানা করে এই মাদক মাফিয়ারা। রিহ্যাবে ঢুকে সেখানেও মাদক ব্যবসা চালানোর চেষ্টা করে তারা।

স্থানীয় সূত্রের খবর, এ ক্ষেত্রেও তেমনই ঘটছিল ওই রিহ্যাবটিতে। খবর পেয়ে বিরোধী গোষ্ঠীর মাদক মাফিয়ারাসেখানে আক্রমণ করে এবং ২৩ জনকে অপহরণ করে নিয়ে যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে, তারা কেউ মুখ খুলতে চাইছেন না। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কী ভাবে রাখা হয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, কিছুই বলতে চাইছেন না তাঁরা। বাকি ১০ জনের খোঁজে বিশেষ তদন্ত টিম তৈরি করেছে পুলিশ।

এর আগে ২০১০ সালে টিজুয়ানার একটি রিহ্যাবে ঢুকে ১৩ জনকে গুলি করে মেরেছিল দুষ্কৃতীরা। যা নিয়ে বহু হইচইও হয়েছিল।

এসজি/জিএইচ (ডিডব্লিউ/এএফপি)  

১৫ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...