1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Mystery surrounds Michael Jackson's sudden death

২৬ জুন ২০০৯

একটা খবরে পৃথিবী জুড়ে তোলপাড়৷ মাইকেল জ্যাকসন আর নেই! মাত্র ৫০ বছর বয়সে কেন এমন এক মহাতারকার চিরবিদায়? প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছে সারাবিশ্ব৷

https://p.dw.com/p/IbeJ
ছবি: AP

কিন্তু মার্কিন কর্তৃপক্ষ বলছে, এক্ষুনি নয়, জ্যাকসনের মৃত্যুরহস্য আলোয় আসতে কয়েকদিন অন্তত লাগবেই৷

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক হাসপাতালে ‘পপ সম্রাট' মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যু হয়৷ জানা গেছে, হমবি হিলসের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ইউসিএলএ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ জ্যাকসনের তখন জ্ঞান ছিলনা৷ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার দেহে আর হৃৎস্পন্দন ফিরিয়ে আনতে পারেননি৷

Bildergalerie Michael Jackson
১৩ বছরের জ্যাকসনছবি: AP

জ্যাকসন পরিবারের মুখপাত্র ব্রায়ান অক্সম্যান জানিয়েছেন, জুলাইয়ের লন্ডন কনসার্টের রিহার্সাল নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ১৯৮২ সালে ‘থ্রিলার' অ্যালবাম দিয়ে পৃথিবীকে সত্যিকার অর্থেই অভিভূত করে দেয়া মাইকেল জ্যাকসন৷ অথচ তার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিলনা৷ গত কয়েক মাস ধরে পরিবারের পক্ষ থেকে তাকে একটু শরীরের প্রতি যত্নশীল করার অনেক চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি৷ অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত মাইকেল জ্যাকসন জীবনের শেষ দিনগুলোতেও পারেননি লাগাম টেনে ধরতে৷ পপ সঙ্গীত জগতে সর্বকালের অন্যতম সেরা এন্টারটেইনারের আকস্মিক চিরপ্রস্থানের একমাত্র কারণ যে সেটাই তা অবশ্য এক্ষুনি বলে দেয়া যাচ্ছেনা৷

ওদিকে মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুতে তার অ্যালবামের বিক্রি বাড়ছে হু হু করে৷ জীবদ্দশায় ক্যারিয়ার জুড়ে ৭৫ কোটি অ্যালবাম বিক্রি আর ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তির মিষ্টি স্বাদ পেলেও শেষ দিকে বাজার খুব একটা ভালো যাচ্ছিলো না৷ কিন্তু মৃত্যুতে হঠাৎই বদলে গেছে পরিস্থিতি৷ বৃহস্পতিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই আমাজন ডটকম-এ সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবামের তালিকায় প্রথম ১৫টি স্লটে বসে গেছে মাইকেল জ্যাকসনের নাম৷ সবার ওপরে অবশ্যই ‘থ্রিলার'৷ যে অ্যালবামের রেকর্ড ৫ কোটি কপি কিনে নিয়ে পপ দুনিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছিলেন, ভক্তরা যেন একইভাবে বিদায়ও জানাতে চলেছেন তাকে!

Bildergalerie Michael Jackson
অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মাইকেল জ্যাকসনছবি: picture-alliance/ dpa

প্রতিবেদক : আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান