মৃত্যুর পরও পাশে থাকবে গুগল
১২ এপ্রিল ২০১৩টাকা-পয়সা যাঁর নেই, তাঁর কষ্ট হয়তো অনেক, তবে ‘কার জন্য রেখে যাবো, মরে গেলে কে পাবে'- এসব নিয়ে ভেবে হয়রান হওয়ার যন্ত্রণা অন্তত তাঁর নেই৷ যাঁদের আছে তাঁরা আগেভাগেই দলিল, ‘পাওয়ার অফ অ্যাটর্নি' আরো কত কী করে যান৷ গুগলও এবার সেই ব্যবস্থা করছে৷ তাদের ‘ইন্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার'-এর মাধ্যমে মানুষ চাইলে গুগল ড্রাইভ, জিমেইল, ইউটিউব বা গুগল প্লাস থেকে নিজের সমস্ত ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য কারো জন্য রেখে যেতে পারবে৷
খুব সহজেই হয়ে যাবে কাজটা৷ আগে শুধু ঠিক করতে হবে মৃত্যুর পর কাকে দিতে চান এই অধিকার৷ সে অনুযায়ী গুগলকে জানালেই হলো৷ অবশ্য কেউ তো মৃত্যুর ঠিক আগে গুগলকে বলতে পারবেনা, ‘আমি এক মিনিট পর মারা যাচ্ছি', তাই জানাতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি টানা কতদিন ব্যবহার না করলে গুগল আপনাকে ‘প্রয়াত' ধরে নিয়ে কাজ শুরু করতে পারে৷ ছয় মাস বলুন, বা ছয় বছর- যেদিন আপনার স্থির করা সময়সীমা শেষ হবে তার পরের দিনই আপনার ইচ্ছে মতো ছবি আর তথ্য চলে যাবে নির্ধারিত ব্যক্তি বা ব্যক্তিদের অ্যাকাউন্টে৷
কেউ যদি মৃত্যুর পর অ্যাকাউন্টই না রাখতে চান, তাই হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে গুগলই বন্ধ করে দেবে অ্যাকাউন্ট৷ সেটাও ভালো, কী বলেন! অ্যাকাউন্ট ‘হ্যাক করে' আজকাল যা সব করা হচ্ছে তা দেখে কে চাইবে মৃত্যুর পরও বাজে কিছু লোকের কাছে নিজের মান-সম্মান রেখে যেতে?
এসিবি/জেডএইচ (এএফপি)