মুদ্রাস্ফীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জার্মানি: আইএফও
২৮ জুলাই ২০২২শীর্ষস্থানীয় এই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট বৃহস্পতিবার জানিয়েছে,কয়েক মাসের মুদ্রাস্ফীতির পর ২০২২ সালের দ্বিতীয়ার্ধে জার্মানিতে ভোগ্যপণ্যের দাম আবার কমতে পারে৷
আইএফও ইনস্টিটিউট তার সর্বশেষ সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলেছে, পরের ত্রৈমাসিকে দাম বাড়াতে ইচ্ছুক কোম্পানির সংখ্যা চলমান তৃতীয় মাসে কমেছে৷
আইএফও-র বিজনেস সাইকেল অ্যানালাইসিস অ্যান্ড ফোরকাস্টের প্রধান, টিমো ভোলমারশেওয়েসার বলেন, ‘‘দাম বাড়তে পারে, কিন্তু কমবেও৷ এর মানে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং বছরের দ্বিতীয়ার্ধে কমে যাবে৷''
আইএফও আর কী বলেছে?
ভোলমারশেওয়েসার বলেন, ব্যবসার দামে যে প্রত্যাশা থাকে, তা ভোক্তার মূল্যে প্রতিফলিত হতে কয়েক মাস সময় নেয়৷ তার কথায়, নির্মাণ খাত এবং শিল্পের ক্ষেত্রে প্রত্যাশিত এই দাম কমেছে৷
তবে আইএফও বলছে, ভোক্তাদের সরাসরি প্রভাবিত করে, অর্থাৎ আতিথেয়তা (হসপিটালিটি), পর্যটন, সংস্কৃতি এবং বিনোদনের মতো খাতে নেতিবাচক প্রভাব আরো বেশি পড়তে পারে৷
আইএফও বলছে, একটি বড় ব্যতিক্রম হলো ‘ফুড রিটেল', যেখানে মূল্যস্ফীতি বন্ধের বিষয়টি চোখে পড়েনি৷ তবে একটি জরিপে সমস্ত কোম্পানি বলেছে, তারা দাম বাড়াতে চায়৷
জুলাই মাসে জার্মানির মুদ্রাস্ফীতি পৌঁছেছে সাত দশমিক ছয় শতাংশে৷
আরকেসি/এসিবি (এএফপি, রয়টার্স)