মুঠোফোনে অশ্লীল বার্তা, ফাঁসলো দুই বিমান কর্মী
১৮ মার্চ ২০১০দুবাইয়ের একটি সংবাদ পত্র জানিয়েছে, আলোচিত দুই ভারতীয় নাগরিক নৈতিকতাবিরোধী কর্মে লিপ্ত হবার চেষ্টা করেছিলেন৷ দুবাইয়ে বিবাহ বহির্ভূত সর্ম্পককে আখ্যা দেয়া হয় এভাবেই৷ আর আইনত সেখানে এই বিষয়টি নিষিদ্ধ বা অবৈধ৷
ফলে বিষয়টি যখন আদালতে গড়ায়, তখন প্রাথমিক শাস্তি ছিল দুই জনেরই ছয়মাসের কারাদন্ড এবং তাঁদেরকে আর উড়ালে কাজ না করার নির্দেশ৷ কিন্তু এরপর গত সপ্তাহে এক আপিলের পর, তাঁদের শাস্তি কমিয়ে তিন মাস করা হয়, একইসঙ্গে উড়ালে কাজ না করার নির্দেশনাও বাতিল করা হয়৷ তবে গোপনীয়তার খাতিরে অভিযুক্তদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি৷
স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, মুঠোফোনের এই গোপন বার্তা আদালত পর্যন্ত গড়ালো কিভাবে? এই দায় ৪২ বছর বয়স্ক বিমান বালার স্বামীর৷ তিনি বছর খানেক আগে আদালতে অভিযোগ করেন যে, তাঁর স্ত্রী এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়েছেন৷ আর প্রমাণ হিসেবে মুঠোফোনের বার্তার কথা বলেন৷ আদালত তখন সংশ্লিষ্ট মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানকে এসব বার্তা জমা দেয়ার নির্দেশ দেয়৷ সেখান থেকেই প্রকাশ পায় রসালো সব বার্তার খবর৷
প্রসঙ্গত, দুবাইয়ে এধরণের মামলার ঘটনা এটাই নতুন নয়৷ এর আগেও, প্রকাশ্যে চুম্বন এবং অন্তরঙ্গ মেলামেশার দায়ে ফেঁসেছিলেন এক ব্রিটিশ যুগল৷ তাঁদেরকে জেলে খাটতে হয়েছিল এক মাস৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ