1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুজিব, রশিদ, গুরবাজদের কাছে হারলো ইংল্যান্ড

১৬ অক্টোবর ২০২৩

গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে বড় অঘটন ঘটালো আফগানিস্তান। দাপটে খেলে জিতলো তারা।

https://p.dw.com/p/4XZE8
ওকসের উইকেট পাওয়ার পর মুজিবের উচ্ছ্বাস।
ওকসের উইকেট পাওয়ার পর মুজিবের উচ্ছ্বাস। ছবি: Money Sharma/AFP/Getty Images

আফগানিস্তান টিমে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছেন। তারা আইপিএলেও খেলেন। ফলে ভারতের পিচ তাদের চেনা। তারা যখন ফর্মে থাকেন, তখন বিশ্বের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে আফগানিস্তান। যেমন রোববার তারা হারিয়ে দিল ইংল্যান্ডকে। ব্যাট হাতে জ্বলে উঠলেন গুরবাজ সিং, ইকরাম, মুজিব এবং বলে রশিদ খান, মুজিব ও নবি। তাদের দাপটের সামনে দাঁড়াতে পারলেন না বেয়ারস্টো, মালান, রুটরা।

ভারতের পিচে সাফল্য পেতে গেলে ভালো স্পিনার বা এমন পেসার চাই যিনি রিভার্স সুইং করাতে পারবেন, বলের লেন্থ ও লাইন ঠিক রাখতে পারবেন। আর ব্যাটারদের প্রতিপক্ষের স্পিনারদের সামলাবার দক্ষতা থাকতে হবে। না হলে শেষরক্ষা হবে না।

নবির উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত ওকস।
নবির উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত ওকস। ছবি: Gareth Copley/Getty Images

আফগানিস্তানের বিরুদ্ধে সেটাই করে উঠতে পারলেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাও তো তাদের ভাগ্য ভালো গুরবাজ ৫৭ বলে ৮০ রান করে অযথা রান আউট হয়ে যান। নাহলে ইংল্যান্ডের কপালে আরো দুঃখ ছিল। 

আইপিএলে নাইট রাউডার্সের হয়ে খেলেন গুরবাজ। সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগালেন। তিনি আউট হওয়ার পর ইকরাম ৬৬ বলে ৫৮ ও মুজিব ১৬ বলে ২৮ রান করে দলের স্কোর পৌঁছে দেন ২৮৪-তে। লড়াই করার মতো স্কোর, বিশেষ করে যে দলে রশিদ, মুজিব, নবির মতো বেলাররা আছেন।

রশিদের বলে বোল্ড মার্ক উড।
রশিদের বলে বোল্ড মার্ক উড। ছবি: Gareth Copley/Getty Images

ইংল্য়ান্ডের সফল বোলার হলেন আদিল রশিদ। তিনি তিন উইকেট নেন। তাদের দুই প্রধান বোলার কারেন ও ওকস একেবারেই ভালো বল করতে পারেননি। প্রচুর রান দিয়েছেন।

ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখন মাঝেমধ্যে বল নিচু হচ্ছিল। মুজিবের এমনই একটি বলে আউট হন রুট। একমাত্র ব্রুক কিছুটা লড়াই করেন। কিন্তু তিনিও ৬৬ রান করে মুজিবের বলে আউট হন। মুজিব ও রশিদ তিন উইকেট করে নেন। নবি নিয়েছেন দুই উইকেট।

তিন উইকেট নিয়েছেন রশিদ খান। ব্যাট হাতে করেছেন ২৩ রান।
তিন উইকেট নিয়েছেন রশিদ খান। ছবি: Money Sharma/AFP/Getty Images

এর আগে নিউজিল্যান্ড এবং এবার আফগানিস্তানের কাছে হেরে গেল ইংল্যান্ড। পরের ম্যাচগুলি না জিতলে গতবারের চ্যাম্পিয়ন এবার সেমিফাইনালেও উঠতে পারবে না।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)