মুজাহিদের বিচার
২২ জুন ২০১২একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে আলি আহসান মোঃ মুজাহিদ আল বদর কমান্ডার এবং জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন৷ তার বিরুদ্ধে অভিযোগ তিনি গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা ও লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধের সংগঠক এবং পরিকল্পনাকারী ছিলেন৷ ফরিদপুরে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যা এবং বৌদ্ধডাঙা ও মাঝিডাঙায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৬০ জনকে হত্যাসহ অগ্নিসংযোগ এবং লুটতরাজের সঙ্গে জড়িত ছিলেন৷ বিচারপতি ফজলে কবিরের নেতৃত্ব মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তার বিরুদ্ধে সাত ধরনের অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন করেছে৷ আগামী ১৯শে জুলাই তার বিচার শুরু হবে, যা জানিয়েছেন প্রসিকউটর মোখলেসুর রহমান বাদল৷
তবে মুজাহিদ আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি দাবি করেছেন ইসলামি রাজনীতি করার কারণেই তার বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ আনা হয়েছে৷ এ কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম৷
প্রসিকিউটররা জানিয়েছেন মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে৷ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে সক্ষম হবেন তারা ৷ ট্রাইবুনালে এখন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দির কাদের চৌধুরীর বিচার চলছে৷ আর শিগগিরই শুরু হবে গোলাম আযমের বিচার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক