1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ছবি

৭ এপ্রিল ২০১২

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ৷ জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে বাংলাদেশ৷ তাই পরিবেশ নিয়ে এবার ছবি তৈরি করলেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড৷

https://p.dw.com/p/14ZKH
***ACHTUNG: Verwendung nur wie mit Zulieferer Ahm Abdul Hai abgesprochen!*** Bildunterschrift: Schauspieler und Schauspielerin im Flußbett ohne Wasser in dem Film Ontordhan aus Bangladesch. Datum: 17.03.2012 Eigentumsrecht: Syed Wahiduzzaman Diamond, Regisseur, Dhaka, Bangladesch Stichwort: Hai, Film, Bangladesch, Bangladesh, Ontordhan, Diamond, Director, Wahiduzzaman
অন্তর্ধান ছবির একটি দৃশ্যছবি: Syed Wahiduzzaman Diamond

দুই ঘণ্টা এক মিনিট দীর্ঘ এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, রবিউল আলম রবু, ওয়াহিদা সাবরিনা, টনি, বিনয় ভদ্র ও রেখা চৌধুরী৷ চাঁপাই নবাবগঞ্জের আলাতলীতে শুরু করে এর চিত্রায়ন শেষ হয় পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে৷ চলমান এইচএসসি পরীক্ষা শেষে আগামী মে মাসে ছবিটি মুক্তি পাবে বলে ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক ডায়মন্ড৷

ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের দেশ ছিল নদীমাতৃক দেশ৷ কিন্তু এখন আমাদের দেশের নদীগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে এবং তা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে - এ বিষয়টিই ছবিটিতে তুলে ধরা হয়েছে৷ বিশেষ করে এক সময়ের প্রমত্তা পদ্মা নদী এখন মরা পদ্মা হিসেবে খ্যাতি লাভ করেছে৷ পদ্মার সেই খ্যাতি লাভ এবং এর ফলে পদ্মার উপর নির্ভরশীল মানুষগুলোর যে পরিস্থিতি সেসব কিছু উঠে এসেছে আমার ‘অন্তর্ধান' ছবিটিতে৷ এই ‘অন্তর্ধান', পদ্মার অন্তর্ধান, নদীর অন্তর্ধান৷''

***ACHTUNG: Verwendung nur wie mit Zulieferer Ahm Abdul Hai abgesprochen!*** Bildunterschrift: Schauspieler und Schauspielerin machen zwei symbolischenTeichen in dem Film Ontordhan aus Bangladesch Text: Schauspieler und Schauspielerin machen zwei Teiche in dem Film Ontordhan aus Bangladesch. Datum: 17.03.2012 Eigentumsrecht: Syed Wahiduzzaman Diamond, Regisseur, Dhaka, Bangladesch Stichwort: Hai, Film, Bangladesch, Bangladesh, Ontordhan, Diamond, Director, Wahiduzzaman
অন্তর্ধান ছবির একটি দৃশ্যছবি: Syed Wahiduzzaman Diamond

অন্তর্ধান ছবিটির ঘটনা প্রবাহ সম্পর্কে পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানান, ‘‘পদ্মার চরে বসে দু'টি বাচ্চা খেলছে৷ খেলার ছলে তারা হাত দিয়ে দু'টি পুকুর করেছে৷ নিজেদের পুকুরে তারা পদ্মার ছলছলানি থেকে পানি তুলে ভরিয়ে দেয়৷ পুকুর দু'টিতে তারা ছোট ছোট মাছ ছাড়ে৷ কিন্তু ছেলেটি প্রথমে তার পুকুরে যথেষ্ট পানি পাচ্ছিল না৷ তাই মেয়েটির পুকুরের মুখে বালি দিয়ে বাঁধ তৈরি করে দেয়৷ এরপর এক সময় দেখা যাচ্ছে, মেয়েটির পুকুরের পানি শুকিয়ে গেছে এবং মাছটি মারা গেছে৷ আর এক অশীতিপর বৃদ্ধা পদ্মার ঘাটে বসে তাদের এসব ঘটনা দেখছে৷ এছাড়া গাঁয়ের পথ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে৷ গানের সুর ভেসে আসছে ‘ও কি গাড়িয়াল ভাই'৷ তখন বৃদ্ধার মনে পড়ে যায়, আগে পদ্মার বুকে অথৈ পানি ছিল৷ আর মাঝিরা নৌকা নিয়ে যাওয়ার সময় গাইতো ‘সর্বনাশা পদ্মা নদী'৷ যাহোক, পুকুর যখন শুকিয়ে গেছে তখন নদী নামের মেয়েটি আকাশ নামের তার খেলার সাথীকে বলছে, ‘তুই যদি আমাকে একটু পানি দিতি, তাহলে আমার মাছটা মারা যেতো না'৷ এখানেই ছবির সমাপ্তি ঘটে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য