1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ডিসেম্বর ২০১২

১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস৷ নয় মাসের মুক্তিযুদ্ধ আর চরম আত্মত্যাগে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে৷ কিন্তু স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক চলেছে৷ এর কি অবসান হবে না?

https://p.dw.com/p/173Bd
A Bangladeshi boy places a bouquet before a portrait of country's independence leader Sheikh Mujibur Rahman at Dhanmondi in Dhaka, Bangladesh, Thursday, March 26, 2009. Bangladeshis celebrated 38 years of independence Thursday amid tight security as tens of thousands of people visited a national memorial outside the capital to mark the split from Pakistan in which millions of people died. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের ওপর তথ্য চিত্র নির্মাতা কাওসার চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন, মুক্তিযুদ্ধের ওপর তথ্য ভিত্তিক কাজ পর্যাপ্ত নয়৷ আর প্রকৃত ইতিহাস জানতে আমাদের আরো অপেক্ষা করতে হবে৷

তরুণ বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কাওসার চৌধুরী৷ একাত্তরে তিনি কলেজের ছাত্র৷ আর মুক্তিযুদ্ধ করেছেন দুই বড়ভাইয়ের সঙ্গে চট্টগ্রাম এলাকায়৷ একাত্তরের ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে পুরো বাঙালি জাতির মতো তিনিও অবগাহন করছেন বাঁধভাঙ্গা আনন্দে৷ পরিণত বয়সে তিনি তৈরি করেছেন মুক্তিযুদ্ধের ওপর তথ্য চিত্র ‘সেই রাতের কথা'৷ ঢাকায় ২৫শে মার্চের রাতে ক্র্যাকডাউনের ওপর নির্মিত তাঁর তথ্যচিত্র প্রশংসা কুড়িয়েছে৷

Bangladeshi schoolgirls wave the national flag as they perform during a victory day children's rally in Dhaka, Bangladesh, Friday, Dec.16, 2005. Bangladeshi authorities on Thursday stepped up security across the country in preparation for the 34th anniversary of independence, won in a bloody civil war with Pakistan, officials said. (AP Photo/Zia Islam)
ছবি: AP

তিনি জানান, মুক্তিযুদ্ধের ওপর এখনো অনেক কাজ বাকি৷ বিশেষ করে ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ হয়েছে অনেক কম৷ সরকারি এবং বেসরকারি কোনো উদ্যোগই যথেষ্ট নয়৷ এর প্রধান কারণ এটি অর্থিক দিক দিয়ে লাভজনক নয়৷ কমিটমেন্ট না থাকলে কেউ আর্থিক ক্ষতির মুখে পড়তে এই কাজে হাত দেবেন না৷

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা বিতর্ক এখনো আছে৷ সরকার পরিবর্তনের সঙ্গে ইতিহাসও পরিবর্তন হয়৷ আছে ফরমায়েশি ইতিহাস৷ তবে এতে আতংকিত নন কাওসার চৌধুরী৷ তাঁর মতে, এর জন্য সময়ের প্রয়োজন৷ সময়েই সঠিক ইতিহাস পাওয়া যাবে৷

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা৷ আর তাঁর ব্যক্তিগত জীবনেও এটি শ্রেষ্ঠতম মহান ঘটনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য