1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড নিলেন বন্যা আহমেদ

আরাফাতুল ইসলাম২৩ জুন ২০১৫

ডয়চে ভেলের দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মুক্তমনা ব্লগের বন্যা আহমেদ৷ ঢাকায় খুন হওয়া ব্লগার ড. অভিজিৎ রায় এবং তাঁর নিজের কাজের স্বীকৃতি হিসেবে মুক্তমনাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

https://p.dw.com/p/1FmQL
GMF 2015 The Bobs Awards Ceremony
দ্য বব্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ডয়চে ভেলের রাফিদা আহমেদ বন্যাছবি: DW/M. Müller

বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিতে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে মুক্তমনা ব্লগ৷ আর সেই কাজের জন্য চড়া মূল্যও দিতে হয়েছে সাইটটিকে৷ গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুক্তমান ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়কে৷ একুশে বইমেলায় নিজের বই প্রকাশকে কেন্দ্র করে সেসময় যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ঢাকায় গিয়েছিলেন তিনি৷

হামলায় গুরুতর আহত হন রায়ের স্ত্রী এবং সহব্লগার বন্যা আহমেদ৷ তাঁর মাথা এবং ঘাড়ে একাধিক গভীর ক্ষত স্বাক্ষ্য দিচ্ছে দুর্বৃত্তরা খুন করতে চেয়েছিলেন তাঁকেও৷ তাঁর হাতের একটি আঙুল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে৷ পুলিশ সেই আঙুল ঠিকভাবে সংরক্ষণ না করায় পরবর্তীতে আর জোড়া লাগানো যায়নি৷ তবে হাতের ক্ষতের চেয়ে মাথায় আঘাতই আহমেদকে ভোগাচ্ছে বেশি৷ অত্যন্ত দৃঢ় মনোবলের এই নারী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তাঁর স্বামীর কর্মকাণ্ড এগিয়ে নেয়ার৷

ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড

চলতি বছর ডয়চে ভেলের ‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম'' অ্যাওয়ার্ডের ‘সামাজিক পরিবর্তন' বিভাগের জুরি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে মুক্তমনা ব্লগকে৷ জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুক্তমনা ব্লগের বন্যা আহমেদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ এ সময় তিনি বলেন, ‘‘মুক্তমনার যে কোনো অর্জন বা প্রাপ্তি অভিজিতের কাছে ছিল দুনিয়া পাওয়ার মতো ব্যাপার৷ মুক্তমান ছিল অভিজিতের গর্ব এবং আনন্দ৷ এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারলে তার চেয়ে সন্তুষ্ট কেউ হতে পারত না৷ দ্য বব্স অ্যাওয়ার্ড মুক্তমনা মডারেশন টিম, ব্লগার এবং সামগ্রিকভাবে মুক্তমনা কমিউনিটিকে তাদের সংগ্রাম চালিয়ে যেতে সহায়তা করবে৷''

এর আগে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বন্যা জানান, ধর্মীয় মৌলবাদীরা তাঁর স্বামীকে হত্যা করেছে৷ বাংলাদেশ মুক্তমনা ব্লগারদের জন্য আর নিরাপদ নেই বলেও মনে করেন তিনি৷ তিনি বলেন, ‘‘সরকারের এগিয়ে আসতে হবে মুক্তমনাদের রক্ষা করতে৷ এ ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানাতে হবে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে৷''

প্রসঙ্গত, রায় হত্যাকাণ্ডের পর মুক্তমনা ব্লগ একাধিকবার হ্যাকারদের আক্রমণের শিকার হয়৷ সেই সময় মুক্তমনা টিম নিরলস পরিশ্রম করে সাইটটিকে সক্রিয় রেখেছেন৷ এমনকি সার্ভারও পরিবর্তন করা হয়েছে৷ আহমেদ তাই কৃতজ্ঞ মুক্তমনার মডারেটর, উপদেষ্টা, ব্লগার এবং সমর্থকদের প্রতি, যাঁরা অভিজিৎ রায় খুন হওয়ার পরও সাইটটি চালু রেখেছেন৷ ডয়চে ভেলের সঙ্গে কথোপকথনে একাধিকবার তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷

GMF 2015 The Bobs Awards Ceremony
দ্য বব্স জুরীদের সঙ্গে বিজয়ীরাছবি: DW/M. Müller

উল্লেখ্য, চলতি বছর দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে সিরিয়ায় গৃহযুদ্ধের কবলে পড়ে গৃহহীন সিরীয়-ফিলিস্তিনি শরণার্থী জয়তুন-এর জীবনসংগ্রাম নিয়ে প্রকল্প ‘জয়তুন, দ‍্য লিটেল রিফিউজ' প্রকল্প, ইন্টারনেটে তথ‍্য সুরক্ষা এবং ব‍্যক্তিগত গোপনীয়তা বিষয়ক বুদ্ধি-পরামর্শ দেয়া প্রকল্প ‘রেনকো ইলেক্ট্রোনিকো৷' এছাড়া বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি আরবে কারাবন্দি ব্লগার রাইফ বাদাউয়ি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য