সরকার দায় এড়ানোর কৌশল নিয়েছে
২৬ এপ্রিল ২০১৬‘নিরপত্তাহীন বোধ করার কোনো কারণ নেই' – স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী ঢাকায় নিজ বাসায় খুন হন বাংলাদেশের প্রথম গে ম্যাগাজিন ‘রূপবানের' সম্পাদক জুলহাজ মান্নানসহ দু'জন৷
এই হত্যাকাণ্ডের একদিন পর, মঙ্গলবার, বাংলাদেশ পুলিশের প্রধান বলেছেন, ‘‘সবাইকে নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে হবে৷ পুলিশ নিরাপত্তা দেবে, তবে নাগরিকেদের নিজ নিজ নিরাপত্তার হুমকির দিকগুলো বিবেচনা করতে হবে৷''
জুলহাজ মান্নানসহ দু'জনের খুন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সব খুন এক কারণে হয় না৷ এ কথাটা আমাদের ভেবে দেখতে হবে৷''
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের পর সোমবারই বলেছিলেন, ‘‘অপরাধীদের আইনের আওতায় আনা হবে৷ তবে এই ধরনের হত্যাকাণ্ডে সাধারণ নাগরিকদের আতঙ্কের কোনো কারণ নেই৷''
এই পরিস্থিতিতে সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যতীন সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার কোনো কোনো ক্ষেত্রে খুব দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে৷ যেমস সজীব ওয়াজেদ জয়ের নিরাপত্তা৷ কিন্তু শিক্ষক, ব্লগার, মুক্ত বা ভিন্নচিন্তার মানুষ হত্যার ব্যাপারে দায় এড়াতে চাইছে তারা৷ সরকারের ভাব এমন যে, এ সব হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের কিছুই করার নেই৷ যেন তাদের কোনো দায়-দায়িত্ব নেই৷ এটা একটি আত্মঘাতি প্রবণতা৷''
তাঁর কথায়, ‘‘সরকারের এই আচরণে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে৷ ধর্মনিরপেক্ষতাবাদীরা কোণঠাসা হয়ে পড়ছে৷ এতে করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷''
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান এ বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার দায়িত্ব এড়িয়ে চলতে চাইছে বলেই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে৷ এতে উগ্রবাদীরা এখন বেপরোয়া৷ সরকারের কারুর কারুর কথায়ও তারা উৎসাহও পাচ্ছে৷''
তিনি আরো বলেন, ‘‘রাষ্ট্র যখন তার নাগরিকদের নিরপত্তা দিতে ব্যর্থ হয়, তখন রাষ্ট্রের চরিত্র নিয়েই প্রশ্ন ওঠে৷''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাষ্ট্রের উঁচু পর্যায় থেকে যেভাবে কথা বলা হচ্ছে, তাতে খুনিরা উৎসাহিত হবে৷ সাধারণ মানুষ অসহায় বোধ করবে৷ সরকারের দায়িত্ব হলো নাগরিকদের জানমালের হেফাজত করা৷ কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ প্রধান যেভাবে কথা বলছেন তাতে গণতন্ত্রের সপক্ষের শক্তির মনোবল ভেঙে যাবে৷ অপরাধীরা মনে করবে, এই তো সরকার আমাদের কাছে নতিস্বীকার করছে৷''
সরকার কি সত্যিই দায় এড়ানোর চেষ্টা করছে? আপনার মতামত জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷