মুক্ত গিলাদ শালিত, মুক্ত ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দি
১৮ অক্টোবর ২০১১একদিকে একটি দেশের নাগরিক, তাও আবার সৈন্য, যিনি প্রায় ৫ বছর ধরে উগ্রবাদীদের হাতে বন্দি ছিলেন৷ অন্যদিকে রাষ্ট্রহীন একটি এলাকার ১,০২৭ কারাবন্দি, যাদের বিরুদ্ধে ছোট-বড় নানারকম অভিযোগ রয়েছে৷ বন্দি বিনিময়ের এমন দৃষ্টান্ত সহজে দেখা যায় না৷ দীর্ঘ ও অত্যন্ত জটিল ছিল সেই প্রক্রিয়া৷ এর আগে শালিতের মুক্তির একাধিক প্রচেষ্টা শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে৷ এবার এই বন্দি বিনিময়ের বোঝাপড়া হয়েছে ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রক হামাসের মধ্যে৷ সরাসরি আলোচনা নয়, প্রথমে জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি ও তারপর মিশরের মধ্যস্থতায় সব খুঁটিনাটি বিষয় নিয়ে দর কষাকষির পর দুই পক্ষ চূড়ান্ত সম্মতি জানিয়েছে৷ এক্ষেত্রে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো সক্রিয় ভূমিকা ছিল না, যদিও কিছু বন্দি পশ্চিম তীরেও ফিরেছে৷ ইসরায়েল ও গাজার সীমান্ত নয়, মিশরের সিনাই উপদ্বীপে রাফাহ এলাকাই আজ এই ঘটনার মূল সাক্ষী৷ গিলাদ শালিত'এর মুক্তির বিনিময়ে প্রথম দফায় ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে৷ শর্ত অনুযায়ী তাদের সবাই আবার গাজায় ফিরে যেতে পারবে না৷ তুরস্ক ও কাতার সহ কয়েক জনকে অন্যান্য কিছু দেশে নির্বাসনের জীবন বেছে নিতে হবে৷ চলতি বছরে দ্বিতীয় দফায় আরও ৫৫০ জন বন্দির মুক্তি পাওয়ার কথা৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যে মুক্তি পাওয়া বন্দিরা আবার হিংসার পথে ফিরে গেলে তার পরিণাম হবে ভয়াবহ৷
মুক্তি পাওয়ার পর মিশরের এক টেলিভিশন কেন্দ্রকে প্রথম সাক্ষাৎকার দেন শালিত৷ এতকাল পরে প্রকাশ্যে এত মানুষের মধ্যে তাঁকে কিছুটা দিশাহারা দেখাচ্ছিল৷ শারীরিক ভাবে কিছুটা দুর্বল থাকলেও আবেগে আপ্লুত ছিলেন তিনি৷ অপেক্ষা করে ছিলেন, কখন ইসরায়েলের উত্তরে মিৎসপে হিলা শহরে নিজের বাড়ি ফিরবেন৷ ইতিমধ্যে তিনি ইসরায়েলের প্রবেশ করেছেন৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছেন৷
সাম্প্রতিক কালে হামাস বেশ চাপের মুখে পড়েছিল৷ ইসরায়েলের লাগাতার অবরোধ ও আন্তর্জাতিক চাপের মুখে তারা ক্রমশ তাদের গুরুত্ব ও জনপ্রিয়তা হারাচ্ছিল৷ বন্দি বিনিময়ের একটি ঘটনাই হামাসের ভাবমূর্তি রাতারাতি বদলে দিয়েছে৷ হামাস শুধু নিজের সংগঠনের বন্দি সদস্যদেরই মুক্তি হাসিল করে নি, ফাতাহ, ইসলামি জিহাদ এমনকি কিছু ইসরায়েলি আরব বন্দির মুক্তির ব্যবস্থা করে হামাস ফিলিস্তিনিদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে নিয়েছে৷ ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতেও গাজা ও পশ্চিম তীরে দেখা গেছে বিপুল আবেগ ও উচ্ছ্বাস৷ গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ে ও পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বন্দিদের স্বাগত জানান৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক