1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে জাতীয় ঐক্যের অঙ্গীকার

১ ডিসেম্বর ২০১৬

নোবেলজয়ী অং সান সু চি তিনদিনের সফরে বর্তমানে সিঙ্গাপুরে আছেন৷ বুধবার সেখানকার ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া বক্তব্যে এই অঙ্গীকারের কথা বললেও সরাসরি রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করেননি৷

https://p.dw.com/p/2TYt9
সু চি
ছবি: picture-alliance/dpa/U.Aung

তিনি বলেন, ‘‘বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক জাতিগোষ্ঠীর দেশ মিয়ানমারকে স্থিতিশীলতা অর্জন করতে হবে৷''

‘‘আপনারা জানেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে৷ আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে৷ স্থিতিশীলতা আর আইনের শাসন অর্জনে আমাদের কাজ করতে হবে'', সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বলেন সু চি৷

তিনি বলেন, ‘‘ব্যবসায়ীরা সাধারণত এমন কোনো দেশে বিনিয়োগ করতে চান না যেখানে স্থিতিশীলতা নেই৷ আমরা অস্থিতিশীল হতে চাই না, কিন্তু আমাদের অনৈক্যের অনেক পুরনো ইতিহাস আছে৷ সুতরাং জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা আমাদের জন্য অপরিহার্য৷''

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে৷ জাতিসংঘ বলছে, রোহিঙ্গারা হয়ত মানবতাবিরোধী অপরাধের শিকার৷ সেনা সদস্যদের অত্যাচার থেকে বাঁচতে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বুধবার জানিয়েছে সংস্থাটি৷ মিয়ানমার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে৷ তারা বলছে, গত মাসে সীমান্তরক্ষীদের উপর হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷

রাখাইন রাজ্য ছাড়াও মিয়ানমার-চীন সীমান্তের শান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সেখানকার একটি সম্প্রদায়ের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে৷

বিক্ষোভে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে মুসলিম প্রধান বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে৷ সপ্তাহান্তে এমনই এক বিক্ষোভে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক৷ এছাড়া প্রতিবাদ হিসেবে মিয়ানমারের সঙ্গে অনুষ্ঠিতব্য দু'টি প্রীতি ফুটবল ম্যাচ বাতিলের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান