মিয়ানমারে চার আন্দোলনকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর
২৫ জুলাই ২০২২সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গত জানুয়ারি থেকে এপ্রিলে অনুষ্ঠিত গোপন বিচারে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়৷ বলা হয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করেছেন৷
মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট৷ আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে তারা৷ মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন গণতন্ত্রকর্মী কিয়াও মিন ইউ এবং সাবেক আইনপ্রণেতা ফিও জেয়া থাও৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের নিষ্ঠুর আচরণের আরেকটি উদাহরণ এটি৷ এমন আরো শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কার কথা জানিয়ে তিনিও দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন৷ এই ঘটনার নিন্দা জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷ এছাড়া জাপান সরকারও নিন্দা জানিয়েছে৷
এফএস/এসিবি (রয়টার্স)