1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট!

১৬ জানুয়ারি ২০১৪

মিশরে গণভোটে নতুন সংবিধান অনুমোদনের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন ভোটাররা৷ অন্তত ৯০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম৷

https://p.dw.com/p/1ArXB
Ägypten Referendum Konstitution Wahl Kairo Tahrir Platz Silhouette Polizist Demonstrant Victory Zeichen
ছবি: Reuters

সহিংসতা আর ধরপাকড়ের মধ্য দিয়ে দু'দিন ধরে চললো গণভোট৷ প্রাথমিক ফলাফলে বোঝা গেল যে, মিশরের বর্তমান সেনাপ্রধান বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন৷ কেননা, এই সংবিধান অনুমোদিত হলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা এরই মধ্যে দিয়েছেন আব্দেল ফাত্তাহ আল-সিসি৷

সেনা মুখপাত্র এরই মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার জন্য জনগণকে সাধুবাদ জানিয়েছেন৷ স্থানীয় পত্রিকা আল-আকবর বৃহস্পতিবারের শিরোনাম ছিল – ‘জনগণ হ্যাঁ বলেছে'৷ অন্য পত্রিকা আল-আহরাম এর শিরোনাম – ‘গণভোটে সংবিধানের পক্ষে ৯০ শতাংশ ভোট '৷ বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৯০ শতাংশ ভোটার নতুন সংবিধান অনুমোদন করে এর পক্ষে ভোট দিয়েছে৷ তবে এই ভোটের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়েও কোনো সুবিধা করতে পারেনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থিত মুসলিম ব্রাদারহুড, যেটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মিশর সরকার৷

Ägyptens Verfassungsreferendum
এই ভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েও সুবিধা করতে পারেনি মুসলিম ব্রাদারহুডছবি: Reuters

নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরে এটাই প্রথম গণভোট৷ গত জুলাই মাসে মুরসিকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনীকে যারা সমর্থন যুগিয়েছিল, জনগণের সেই অংশটিই নতুন সংবিধানের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে৷ সরকারবিরোধীদের ব্যাপক চাপে রাখায় তারা ‘না' ভোটের পক্ষে তেমন কোনো প্রচারণাও চালাতে পারেনি৷

এদিকে মঙ্গলবার ব্রাদারহুড সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নয়জন নিহত হয়েছে৷ বুধবারও বিক্ষোভ প্রদর্শন করে ব্রাদারহুড সমর্থকরা৷ ভোটের দু'দিনে ৪৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নির্বাচনি কর্মকর্তা নাবিল সালিব৷

মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর জানিয়েছেন, গণভোটের ফলাফলের উপরই নির্ভর করছে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন কবে নাগাদ হবে, তার সিদ্ধান্ত৷

এপিবি/ডিজি (এএফপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য