1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিলের বরাদ্দ বাড়িয়েও সপ্তাহে মিলছে না গোটা ডিম

১৫ অক্টোবর ২০২২

স্কুলের শিক্ষার্থীদের দুপুরের খাবারের বরাদ্দ বাড়িয়েছে ভারত সরকার৷ কিন্তু পয়সার হিসেবে বাড়া এই বরাদ্দে শিক্ষার্থীদের পেট ভরবে কী?

https://p.dw.com/p/4IEav
Indien Inflation
ছবি: Payel Samanta/DW

২০২০ সালে শিক্ষার্থীদের দুপুরের খাবেরের জন্য শেষবার বরাদ্দ বাড়িয়েছিল সরকার৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে গত সপ্তাহে বরাদ্দ বাড়ানো হয়৷ কিন্তু যে পরিমাণ বরাদ্দ বাড়ানো হয়েছে তা বিবেচনায় নিয়ে শিক্ষকরা বলছেন, এই টাকায় শিক্ষার্থীদের পরিমাণমতো ও যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়া সম্ভব হবে না৷     

১২ কোটির গ্রাস

প্রান্তিক পরিবারের শিশুদের কাছে পুষ্টির উৎস স্কুলের মিড-ডে মিল৷ অর্থাৎ দুপুর বেলায় স্কুল থেকে দেওয়া খাবারই নিম্নবিত্ত পরিবারের লাখো শিক্ষার্থীর পুষ্টির উৎস৷ এদিকে খাবারের টানে স্কুলে আসে পড়ুয়ারাও৷ আর একারণে সাক্ষরতা বৃদ্ধিতে মিডি ডে মিল একটি কার্যকর উদ্যোগ৷     

১১ কোটি ৮০ লক্ষ পড়ুয়া এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় রয়েছে৷ ২০২০ সালে শেষ বার এই খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র৷

কিন্তু প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডাল, সবজি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বাড়তে থাকায় খাবার দিতে গিয়ে সমস্যায় পড়ছিলেন স্কুল শিক্ষকরা৷ ফলে প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবি উঠেছে বারবার৷ মিড-ডে মিল খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছিল সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটিও৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সেই সুপারিশে সায় দিয়েছে৷ এরই ধারাবাহিকতায়  গত সপ্তাহে বাড়ানো হয়েছে মাথাপিছু বরাদ্দ৷

সপ্তাহে একটা করে গোটা ডিম দিতে পারি না: দীপঙ্কর মাইতি

বরাদ্দ কতটা বাড়ানো হলো?

পড়ুয়াপিছু মিড ডে মিলের রান্নার খরচ ৯.৬ শতাংশ বাড়ানো হয়েছে৷ কিন্তু মাথাপিছু বরাদ্দ বেড়েছে এক টাকারও কম৷ প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন পড়ুয়ার জন্য বরাদ্দ ছিল চার টাকা ৯৭ পয়সা৷ সেটা বেড়ে হয়েছে পাঁচ টাকা ৪৫ পয়সা৷ অর্থাৎ মাথাপিছু ৪৮ পয়সা বেড়েছে৷ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির উচ্চ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল সাত টাকা ৪৫ পয়সা৷ নতুন বরাদ্দ অনুযায়ী, তা মাথাপিছু আট টাকা ১৭ পয়সা৷

অর্থাৎ এই টাকায় ডাল, সবজি, নুন, মশলা, ডিম, জ্বালানির খরচ সবই মেটাতে হবে৷

শিশুর প্রোটিনে ঘাটতি

শিক্ষক মহলের অধিকাংশেরই মত, সামান্য এই বৃদ্ধিতে মিড-ডি মিল সংকটের সুরাহা হবে না৷ অর্থাৎ ছেলেমেয়েদের প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া যাবে না৷ আগে থেকেই প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা৷ সোমবার থেকে শনিবার স্কুল খোলা থাকলেও অনেক জায়গায় পাঁচ দিন খাবার দেওয়া হচ্ছে পড়ুয়াদের৷ আবার সেক্ষেত্রেও নির্দিষ্ট খাবার দেওয়া যাচ্ছে না৷ মেনুতে কাটছাঁট করতে হচ্ছে৷

জঙ্গলমহলের মতো প্রত্যন্ত এলাকায় চ্যালেঞ্জ আরো বেশি৷ ঝাড়গ্রামের সাঁকরাইল এলাকার শিরীষবনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্চিস্মান পাড়িয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রোটিনের জন্য ডিম, সয়াবিন দেওয়া দরকার৷ এসব দেওয়া যাচ্ছে না৷ খাবারের পরিমাণ কম দেওয়া হচ্ছে৷ রান্নাতেও কম তেল, কম মশলার ব্যবহার করা করা হয় খরচ বাঁচাতে৷’’

মূল্যবৃদ্ধির তুলনায় বরাদ্দ কমেছে বলা যায়: আনন্দ হান্ডা

এই স্কুলে ২৫ জন পড়ুয়ার জন্য মিড-ডে মিলের আয়োজন করতে হয়৷ তাতে খরচ বেশি পড়ে বলে মত অর্চিস্মানের৷

পাতে অর্ধেক ডিম

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে জ্যোথাড়া জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ৪৭৷ এখানকার প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি ডয়চে ভেলেকে বলেন, ‘‘৫০ জনের নীচে ছাত্রছাত্রী হলে খরচ বেড়ে যায়৷ সপ্তাহে একটা করে গোটা ডিম দিতে পারি না৷ কিচেন গার্ডেনে সবজি উৎপাদন হচ্ছে বলে কিছুটা সুবিধা হয়৷ তাও পুষ্টি ঠিকঠাক হয় না৷’’

চলতি মাস থেকে যে বরাদ্দ বেড়েছে, তাতে সংকট কাটবে না বলে মনে করেন ঝাড়গ্রাম জেলার করঙ্গাডাহি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর বেরার৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রাথমিক স্তরে মাথাপিছু ৪৮ পয়সা বৃদ্ধি প্রহসন ছাড়া কিছু নয়৷ এই টাকায় ডিম দেওয়া যায়? এখন ডিম অর্ধেক করে দিই বা ভুজিয়া বানিয়ে দেওয়া হয় যাতে সকলের পাতে পড়ে৷ ৪৮ পয়সায় বাড়তি কী দেওয়া সম্ভব?’’

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা ডয়চে ভেলেকে বলেন, ‘‘বরাদ্দ বেড়েছে না বলাই ভালো৷ গত দুই বছরে যতটা মূল্যবৃদ্ধি হয়েছে, তার তুলনায় বরাদ্দ কমেছে বলা যায়৷ এখন দেশের প্রতি তিন জন শিশুর এক জন অপুষ্টিতে ভোগে৷ মিড-ডে মিলের খাতে আরো টাকা না বাড়লে এই প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না৷’’

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান