মাশরাফি কট এন্ড বোল্ড ইনজুরি
২২ ডিসেম্বর ২০১০একবার নয়, দুইবার নয় মোট ছয় ছয়বার বড় ধরণের ইনজুরিতে পড়েও এখনও বাংলাদেশের সেরা পেসার মাশরাফি৷ ২৭ বছর বয়সি এই বোলারের বাম হাঁটুতে এই পর্যন্ত চার বার সার্জন ছুরি চালিয়েছে৷ বাকি থাকেনি ডান হাঁটুটিও৷ সেখানেও ইনজুরি বাসা বেঁধেছিল এর আগে দুই বার৷ সর্বশেষ মঙ্গলবার আবারও সেই ডান হাঁটুতে চোট৷ ফলে বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র দুই মাস বাকি, তখনই বাংলাদেশ দলের আকাশে যেন ঈশানকোণে মেঘের দেখা৷
মঙ্গলবার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ব্যাট করছিলেন মাশরাফি৷ একটি রান নিতে গিয়ে দৌড়ও দেন তিনি৷ কিন্তু মাঝপথে নন স্ট্রাইকিং থেকে সাড়া না পেয়ে ঘুরে ফেরত যাওয়ার চেষ্টা করেন৷ আর তখনই দুর্ঘটনা৷ হাঁটু ভেঙ্গে পিচের মধ্যেই ভূপাতিত দেশ সেরা এই বোলার৷ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মাশরাফি৷ সহখেলোয়াড়দের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন মাশরাফি৷
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে যতটুকু জানা গেছে, তা হলো হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে৷ তবে কতটুকু ছিঁড়ে গেছে সেটি এখনও বলা যাচ্ছে না, আরও কয়েকদিন সময় লাগবে৷ জাতীয় দলের ফিজিও মাইকেল হেনরি বর্তমানে ছুটিতে রয়েছেন৷ তাই আরও কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে বলে জানা গেছে৷
যা-ই হোক ৩৬ টেস্টে ৭৮ উইকেট কিংবা ১১৮ ওয়ানডেতে ১৪৬ উইকেট দিয়ে মাশরাফিকে মাপতে গেলে ভুল হবে৷ কারণ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার অ্যান্ডি রবার্টস এই মাশরাফিকে দশ বারো বছর আগে দেখে বিসিবি কর্মকর্তাদের বলেছিলেন ছেলেটিকে দেখে রেখো৷ রবার্টস এটি কেন বলেছিলেন, সেটি দু'এক বছরের মধ্যেই প্রমাণ করে দেখাতে শুরু করেন মাশরাফি৷ ক্রিকেটে যে ব্যাটসম্যানের চেয়েও বড় প্রতিপক্ষ ইনজুরি, সেটা তখন বুঝে উঠতে পারেননি তিনি৷ কিন্তু এখন পর্যন্ত ছয়বার ইনজুরিকে আউট করে দিয়ে ঠিকই ফিরে এসেছেন, সর্বশেষ জিম্বাবোয়ের সঙ্গে শেষ দু'টি ম্যাচেই সেটা বোঝা গেছে৷ কিন্তু প্রশ্ন, এবারও কি আউট করতে পারবেন ইনজুরিকে? নাকি তিনি নিজেই আউট হয়ে যাবেন?
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই