জনশক্তি রপ্তানি
১০ নভেম্বর ২০১২চলতি মাসেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই হবে৷ আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে৷ প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, এবার লোক পাঠানো হবে সম্পূর্ণ সরকারি ব্যববস্থাপনায় এবং জন প্রতি খরচ হবে মাত্র ৪০ হাজার টাকা৷ যাদের সামর্থ্য থাকবে না তাদের প্রয়োজনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক৷
তিনি জানান, আগামী ৫ বছরে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন পড়বে৷ প্রথম বছরে বাংলাদেশ থেকে ১ লাখ জনশক্তি পাঠানো হবে৷
ড. জাফর আহমেদ খান জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় লোক পাঠানোর কারণে কেউ প্রতারিত হবেন না৷ নিশ্চিত চাকিরর বিপরীতেই তাদের পাঠানো হবে৷ আর শ্রমিকদের ন্যুনতম বেতন হবে মাসে ২৫ হাজার টাকা৷ তারা বিমা সুবিধাও পাবেন৷
২০০৭ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ রেখেছে৷ তবে এরমধ্যে তারা বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে৷ জানুয়ারি থেকে আবার লোক নেয়া শুরু হলে বাংলাদেশের রেমিটেন্সে এর ইতিবাচক প্রভাব পড়বে৷