1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

মালির অভ্যুত্থানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গ্রেপ্তার

২৫ মে ২০২১

মালিতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ান গ্রেপ্তার হয়েছেন।

https://p.dw.com/p/3ttf0
Mali | Interimspräsident Bah Ndaw
ছবি: Amadou Keita/Reuters

সোমবারে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছাড়াও গ্রেপ্তার হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী সোলেইমান ডোউকুরে।

গ্রেপ্তারের পর নেতাদের নিয়ে যাওয়া হয় মালির রাজধানী বামাকোর পাশে অবস্থিত কাটি সামরিক ঘাঁটিতে।

দেশের মন্ত্রিসভায় অদলবদল ঘটলে সোমবার মন্ত্রী পদ হারান দুই সেনা সদস্য। এরপরই সামরিক বাহিনীর এই অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বকে বন্দি করার ঘটনা ঘটে।

প্রতিবাদে আন্তর্জাতিক মহল

বন্দি হওয়া নেতাদের মুক্তির দাবি জানিয়ে এই অভ্যুত্থানের নিন্দা করেছে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকোয়াস। এই 'এটেম্পটেড ক্যু' বা অভ্যুত্থানের প্রয়াসকে নাকচ করেছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন এভাবে নেতাদের বন্দি করাকে 'অপহরণ' বলেছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনেরাল আন্তোনিও গুতেরেস বলেন যে তিনি এন'দাও ও ওয়ানের গ্রেপ্তার হওয়া নিয়ে বিশেষভাবে চিন্তিত।

টুইটারে তিনি বলেন, "আমি তাদের নিঃশর্ত ও শান্তিপূর্ণ মুক্তির দাবি জানাচ্ছি।"

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল সোমবারে ইইউ বৈঠকের পর ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, "যা হয়েছে তা খুবই গুরুতর। আমাদের যা পদক্ষেপ নিতে হবে, তার জন্য আমরা তৈরি।"

মালির রাজনৈতিক পরিস্থিতি

গত আগস্টে, তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবুকার কেইটাকে পদত্যাগ করতে বাধ্য করে সামরিক বাহিনী। ফলে, সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকার গঠন করেন এন'দাও।

১৮ মাসের জন্য ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের কাজ হলো এই সময়ের মধ্যে অবকাঠামো বদলে নির্বাচন সংগঠিত করা। অন্তর্বর্তী সরকারের বেশির ভাগ সদস্যই এককালে সেনা সদস্য ছিলেন। এমনকি এন'দাও নিজেও সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিলেন।

গত কয়েক বছরে, মালিতে নানা ধরনের রাজনৈতিক ও মানবিক সংকট দেখা গেছে।

২০১২ থেকেই সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলেছে বিভিন্ন ইসলামিস্ট ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন। সহিংসতার কারণে বহু মানুষ বাধ্য হয়েছেন দেশ ছাড়তে, সহিংসতার আঁচ গিয়ে পৌঁছেছে পার্শ্ববর্তী রাষ্ট্র বুরকিনা ফাসো ও নাইজেরেও।

জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির খাদ্য ও কৃষিখাতে ব্যাপক প্রভাব পড়েছে। দেশটির দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে আরো দুর্বল করেছে চলমান করোনা অতিমারি।

এসএস/কেএম (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য