1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিখ গুরুদ্বার

৬ আগস্ট ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন’এর এক শিখ গুরুদ্বারে বন্দুকবাজের হামলায় সাতজন শিখ পুণ্যার্থীর মৃত্যুতে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করে এই নৃশংস ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানায়৷

https://p.dw.com/p/15khm
A distraught women is helped to a car outside of the Sikh temple in Oak Creek, Wisconsin August 5, 2012. A shooting during Sunday services at the temple left at least seven people dead, including a gunman, and at least three critically wounded, police and hospital officials said. REUTERS/Tom Lynn (UNITED STATES - Tags: CRIME LAW TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

রবিবার সকালে অ্যামেরিকার উইসকনসিন'এর এক শিখ গুরুদ্বারে আচমকা ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালালে নিহত হয় সাতজন শিখ পূণ্যার্থী৷ আহত হন বেশ কয়েকজন৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অবশ্য মারা যায় ঐ বন্দুকবাজ৷ স্বাভবিকভাবেই, এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ভারতে৷ বিক্ষোভ দেখায় জম্মু-কাশ্মীরের শিখ সম্প্রদায়৷ সর্বোচ্চ শিখ ধর্মীয় সংস্থা শিখ গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি এ বিষয়ে শিখ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে হস্তক্ষেপের অনুরোধ করেছে৷

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে স্বাগত জানালেও, এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘আশা করি মার্কিন কর্তৃপক্ষ এই নিদারুণ ঘটনার তদন্ত করবে যে, কারা নিরীহ ভক্তদের ওপর হামলার জন্য দায়ী৷ আর ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না হয়, তারজন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নেবে৷''

Police storm a Sikh temple in Oak Creek, Wis., Sunday, Aug. 5, 2012, after reports of a shooting, where police and witnesses describe a chaotic situation with an unknown number of victims, suspects and possible hostages. (Foto:Jeffrey Phelps/AP/dapd)
হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেই শিখ গুরুদ্বারছবি: AP

ধর্মস্থানে হামলার নিন্দা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা৷ নিহতদের পরিবারবর্গকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷ ওয়াশিংটনে তিনি ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাও'এর সঙ্গেও কথা বলেছেন যাতে সর্বোচ্চ মার্কিন প্রশাসনিক স্তরে বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়৷ ভারতীয় দূতাবাস থেকে একজন বিশেষ অফিসারকে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পাঠানো হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় রাষ্ট্রদূত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন৷

পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করবো এই হামলার পেছনে যাদের হাত আছে তাদের ধরার জন্য মার্কিন প্রশাসনের ওপর যেন তিনি চাপ দেন৷ ওদিকে, নতুন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত আজ দিল্লির এক গুরুদ্বারে গিয়ে শোক ও সমবেদনা জানিয়ে আসেন বলে জানা গেছে৷

এছাড়া, ঘটনাটির নিন্দা জানিয়েছে গোটা বিশ্বের শিখ ধর্মাবলম্বী, সুশীল সমাজ, অ্যামেরিকান-মুসলিম সমাজ এবং মার্কিন রাজনৈতিক নেতারা৷ আর অ্যামেরিকান মুসলিম সম্প্রদায় এই দুঃসময়ে শিখদের পাশে দাঁড়াবার কথা বলে৷

মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা হিসেবে দেখছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই৷ উল্লেখ্য, গত ২০শে জুলাই কলোরাডো সিনেমা হলে ‘ব্যাটম্যান' ছবির প্রিমিয়ারে একজন বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত হন ১৪ জন নিরপরাধ ব্যক্তি৷ তারপরও নিরাপত্তা ব্যবস্থা যে মজবুত হয়নি, গুরুদ্বারের এই হামলা তারই প্রমাণ৷

প্রসঙ্গত, বিশ্বে শিখ ধর্মাবলম্বীদের মোট সংখ্যা আড়াই কোটি, তার মধ্যে সাত লাখ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য