অলিম্পিক
১৪ আগস্ট ২০১২লন্ডন অলিম্পিকের এই দর্শক সংখ্যা অতীতের বেইজিং অলিম্পিককেও ছাড়িয়ে গেছে৷ সেই আসর যুক্তরাষ্ট্রে টেলিভিশনে উপভোগ করেন ২১৫ মিলিয়ন দর্শক৷ লন্ডন অলিম্পিকের টিভি দর্শক বৃদ্ধির পেছনে এনবিসি'র একটি সিদ্ধান্ত ফলপ্রসু হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এনবিসি বেশ কিছু অলিম্পিক ইভেন্ট সরাসরি প্রচার না করে বরং রেকর্ড করা অনুষ্ঠান হাইলাইট আকারে প্রাইম টাইমে প্রচার করেছে৷
নিলসেন কোম্পানির সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, রেকর্ড করা অলিম্পিক অনুষ্ঠানগুলো রাতের বেলা গড়ে ৩১.১ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন৷ আর অলিম্পিকের সমাপনী আসর দেখেছেন ৩১ মিলিয়ন দর্শক৷
বলাবাহুল্য, ২০২০ সাল অবধি অলিম্পিক আসরের টেলিভিশন স্বত্ত্ব কিনে নিয়েছে এনবিসি৷ এজন্য সংস্থাটি খরচ করেছে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার৷ যুক্তরাষ্ট্রে সাধারণত শুধু অলিম্পিক অনুষ্ঠান প্রচার করে তেমন একটা অর্থ আয় করা যায় না৷ এক্ষেত্রে অলিম্পিক অনুষ্ঠানের মাঝে অন্যান্য অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জনের পথ তৈরি করতে হয়৷
এবার অবশ্য শুধু অলিম্পিক ইভেন্ট প্রচার করেই লাভের মুখ দেখতে যাচ্ছে এনবিসি৷ অন্তত এনবিসি স্পোর্টস গ্রুপ'এর চেয়ারম্যান মার্ক লাজারুস তেমনটাই ইঙ্গিত দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমাদের অল্প কিছু টাকা আয় করার সুযোগ রয়েছে৷ তবে সেটা জানা যাবে আরো কয়েক সপ্তাহ পরে৷''
এদিকে, লন্ডন যাত্রা সমাপ্ত করে অলিম্পিক পতাকা পৌঁছে গেছে রিও ডি জানেরোতে৷ ২০১৬ সালের অলিম্পিক আয়োজন করা হবে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই শহরে৷ ব্রাজিলের ক্রীড়াবিদদের সঙ্গে একই বিমানে অলিম্পিক পতাকা রিও ডি জানেরোতে পৌঁছায়৷ সোমবার অলিম্পিক পতাকা গ্রহণ করেন রিও'র মেয়র এডওয়ার্ডো পায়াস৷ এসময় তাঁর সঙ্গে ছিলেন রিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট কার্লোস আর্থোর নুজমান এবং রিও'র গভর্নর সার্গেও কাবরেল৷
এআই / ডিজি (ডিপিএ, এএফপি)