1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড

২৮ আগস্ট ২০১২

সিনেমার বাজারে মন্দা চলছে বলতে হয়৷ মার্কিন ও ক্যানাডিয়ান বক্স অফিসে তাই গত বছরের চেয়ে শতকরা পাঁচ ভাগ টিকেট বিক্রি কম হয়েছে৷ একে তো অলিম্পিক, তার সঙ্গে ভালো ছবির অভাব, সব মিলিয়ে খুব একটা ভালো যায়নি সিনেমার বাজার৷

https://p.dw.com/p/15xp0
ছবি: Reuters

সাধারণত মে থেকে সেপ্টেম্বর এই সময়টাকে ধরা হয় বক্স অফিসের সামার টাইম৷ হলিউড ডট কম, যারা উত্তর অ্যামেরিকার বক্স অফিসের হালচালের খোঁজখবর রাখে তারা জানিয়েছে, গত বছরের চেয়ে এবার শতকরা পাঁচ ভাগ মুনাফা কম হয়েছে৷ রোববার পর্যন্ত বক্স অফিসের আয় চার বিলিয়ন ডলার৷ বিগত ২০০৫ সালের পর এই প্রথম গ্রীষ্মের মৌসুমটি আগের বছরের চেয়ে খারাপ গেল৷ যদিও মুভির রিলিজ কিন্তু কম হয় নি এই বছর৷ বেশ কিছু আলোচিত মুভি এবার বক্স অফিসে হিট করেছে৷ তার মধ্যে রয়েছে ব্যাটম্যান সিরিজের দ্য ডার্ক নাইট রাইজেস, এটি এখন পর্যন্ত ৪২২ মিলিয়ন ডলার আয় করেছে৷ তবে তার চেয়েও বেশি আয় করেছে সুপারহিরোদের নিয়ে ছবি দ্য অ্যাভেনজার্স৷ স্পাইডার ম্যান সিরিজের নতুন মুভি দি অ্যামেজিং স্পাইডার ম্যান-ও বেশ ভালো ব্যবসা করেছে বলে জানা গেছে৷ এছাড়া টেডি বিয়ার মুভি টেড প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে৷

তা সত্ত্বেও সার্বিকভাবে মন্দার তৈরি হয়েছে৷ কারণ গড়পড়তা ছবির গ্রহণযোগ্যতা এবার কম৷ এই যেমন গত বছরের গ্রীষ্মে ১৮টি মুভি অন্তত ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে৷ আর এবার এই সংখ্যা মাত্র ১১ টি৷ অন্যদিকে লন্ডন অলিম্পিকের কারণে এবার প্রচুর দর্শক সিনেমা হলে যায় নি৷ ঘরে বসেই তারা দিনের পর দিন অলিম্পিক দেখেছে৷ মার্কিন টিভির মার্কেটে এবার অলিম্পিক রেকর্ড রেটিং অর্জন করেছে৷ অন্যদিকে কলোরাডোর সিনেমা হলে হত্যাকাণ্ডের জন্য এবার দর্শকরা সিনেমা হলমুখী হয়েছে কম, এমনটি বিশ্লেষণ চলচ্চিত্র পর্যবেক্ষকদের৷

আরআই/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য