যুক্তরাষ্ট্র ও ইরান
২৭ সেপ্টেম্বর ২০১৩অবশেষে সেই অভাবনীয় দৃশ্য দেখা গেল৷ মার্কিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই টেবিলে বসে আলোচনা করছেন৷ জন কেরি ও মহম্মদ জাভাদ জরিফ সরাসরি কথাও বলেছেন৷ দু'জনকে করমর্দন করতেও দেখা গেছে৷ কিছুক্ষণ পরস্পরের পাশাপাশিও বসেছেন৷ তবে সেই বৈঠক দ্বিপাক্ষিক ছিল না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও তাতে অংশ নিয়েছিলেন৷ ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে সংকট এক ধাক্কায় কেটে যাচ্ছে, এমনটা মনে করার অবশ্য কারণ নেই৷ বিশেষ করে পশ্চিমা দেশগুলির কণ্ঠে তাই কোনো উচ্ছ্বাস দেখা গেল না৷
ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রোহানি তাঁর পূর্বসূরি মাহমুদ আহমাদিনেজাদের তুলনায় একেবারে নরম সুরে কথা বলছেন৷ বলছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সব সংকট কাটাতে চান তিনি৷ কিন্তু ইরানের অতীত রেকর্ডের কারণে তাঁর কথায় ভরসা রাখা সহজ নয়৷ এমনকি রোহানি নিজে এ বিষয়ে আন্তরিক হলেও ইরানের ক্ষমতার আসল রাশ যাঁর হাতে, সেই সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই কতটা ছাড় দিতে প্রস্তুত, তা পুরোপুরি স্পষ্ট নয়৷ তাই কথায় নয়, কাজেই প্রমাণ করতে হবে সে দেশ সংকট সমাধানে আদৌ কতটা আগ্রহী৷ সেই বার্তাই দেয়া হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে৷ ইরানের পরমাণু কর্মসূচি যে সত্যি শান্তিপূর্ণ, হাতেনাতে তার প্রমাণ দিতে হবে৷
দেরি না করে আগামী ১৫ ও ১৬ই অক্টোবরে জেনিভায় ইরানের বর্তমান নেতৃত্বের আন্তরিকতার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ইরানের আশা, নতুন দফার আলোচনা শুরুর এক বছরের মধ্যেই সংকটের সমাধান হয়ে যাবে৷ সেক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রবল চাপ থেকে মুক্ত হতে পারবে সে দেশ৷
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনও সংকটের দ্রুত নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি ও তাঁর ইউরোপীয় সতীর্থরা ইরানের নেতৃত্বের কণ্ঠে নতুন সুর শুনে সন্তুষ্ট হয়েছেন বটে, তবে একটি মাত্র বৈঠকের ভিত্তিতে তাঁরা কোনো সিদ্ধান্তে আসতে নারাজ৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, একেবারে অন্যরকম পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে৷ তবে তিনিও শুধু কথা নয়, কাজ দেখতে চান৷ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা এবং তা যাচাই করতে ইরানের কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরিদর্শকদের ক্ষমতা বাড়াতে রাজি হলে তবেই অগ্রগতি হচ্ছে বলে মনে করবে পশ্চিমা জগত৷ কিছু পরমাণু কেন্দ্রে ২৪ ঘণ্টা ধরে ক্যামেরার নজরদারির ব্যবস্থাও চালু করার কথা হচ্ছে৷
এসবি/ডিজি (রয়টার্স, এপি)