1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারিনস্কি থিয়েটারে পুটিনের বিরুদ্ধে প্রতিবাদের ছায়া

৩০ মে ২০১২

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রখ্যাত মারিনস্কি থিয়েটার৷ সেখানে অভিনীত হচ্ছে ‘বরিস গোডুনভ’, রুশ জাতীয় কবি আলেক্সান্ডার পুশকিনের নাটকের ভিত্তিতে সৃষ্ট অপেরা৷ কিন্তু তাতে ঢুকে পড়েছে বর্তমান প্রশাসনের প্রচ্ছন্ন সমালোচনা৷

https://p.dw.com/p/15407
ছবি: AP

অপেরাটি উনবিংশ শতাব্দীর৷ তার উপজীব্য হল জার বরিস গোডুনভ'-এর উত্থান ও পতন৷ গোডুনভ ষোড়শ শতাব্দীর শেষের দিকে তার উত্তরসুরীকে হত্যা করে জার বা সম্রাট হয়েছিলেন৷ অপেরার প্লট জার ও দেশের জনগণের মধ্যে বিভেদকে কেন্দ্র করে৷

গত শুক্রবার মারিনস্কি থিয়েটারে ব্রিটিশ পরিচালক গ্র্যাহাম ভিক তাঁর নতুন প্রযোজনা প্রথমবারের মতো মঞ্চস্থ করলেন৷ মডেস্ট মুসর্গস্কি'র এই ‘বরিস গোডুনভ'-এ স্টেজ জুড়ে দেখা গেছে জনতা-পুলিশ সংঘাতের দৃশ্য, সে পুলিশের উর্দি আবার রাশিয়ার কুখ্যাত রায়ট পুলিশ ওমন'কে মনে করিয়ে দেয়৷ অন্যদিকে বিক্ষোভকারীদের হাতে লাল শালু৷ এসবই স্পষ্টত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন'এর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিফলন৷

রুশ অপেরা হাউসগুলি সাধারণত হালের রাজনীতি সযত্নে এড়িয়ে চলে৷ কিন্তু এক্ষেত্রে ইজভেস্তিয়া দৈনিক লিখতে বাধ্য হয়েছে, ‘‘প্রতিবাদকারীরা কেউ ভাবতে পারেনি যে রুশ টুইটারের সর্বাধুনিক প্রবণতা রক্ষণশীল অপেরার মঞ্চেও স্থান পাবে৷'' প্রযোজনাটি একটি ‘‘মুষ্টাঘাত বিশেষ,'' বলে ইজভেস্তিয়া মন্তব্য করেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য