ডলফিনও নাম ধরে ডাকে!
২৭ জুলাই ২০১৩এর ফলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের পর ডলফিনই একমাত্র প্রাণী যারা একে অপরকে নাম ধরে আগে৷
স্কটল্যান্ডের পূর্ব উপকূলের প্রায় ২০০টি ডলফিনের উপর গবেষণা করেছেন স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ বিশ্ববিদ্যালয়ের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট'-এর স্টেফানি কিং গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন৷
তাঁরা বলছেন ‘বটলনোজ' ডলফিনরা একে অপরকে নাম ধরে ডাকে৷ যেমন মা ডলফিন তার সন্তানকে বা এক বন্ধু তার আরেক বন্ধু ডলফিনকে নাম ধরে ডাকে৷
কিং বলছেন, তাঁরা জরিপে অংশ নেয়া ডলফিনগুলোর ভয়েস রেকর্ড করে পরবর্তীতে সেগুলো ‘প্লে' করেন৷ তখন তাঁরা দেখতে পান যে ডলফিনরা যখনই নিজের নাম শুনছে, তখনই উত্তর দিচ্ছে৷ এমনকি একবার নয় কয়েকবার করে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বা নড়াচড়া করে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই শব্দের সঙ্গে পরিচিত৷ ‘‘এটা দারুণ একটা অভিজ্ঞতা, কেননা প্রতিক্রিয়াগুলো বেশ শক্তিশালী ছিল,'' বলেন তিনি৷
মার্কিন জার্নাল ‘প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স'-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷
এর আগের গবেষণাগুলোতে এটা জানা গিয়েছিল যে ডলফিন নিজেই নিজের নাম তৈরি করে এবং সমুদ্রে সাঁতার কাটার সময় সেটা প্রচার করতে থাকে৷
জেডএইচ / ডিজি (এএফপি)