1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের জন্য ‘উপকারী' ভাইরাস

৬ জুলাই ২০২০

মানুষ যখন করোনা ভাইরাসের খপ্পর থেকে মুক্ত হবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন যেচে খাদ্যপণ্যের মধ্যে ভাইরাসের প্রয়োগ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন গবেষকরা৷ ‘উপকারী' এই ভাইরাস নাকি খাদ্যপণ্য আরো নিরাপদ করে তুলবে৷

https://p.dw.com/p/3eruH
ব্যাকটেরিওফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়াই মেরে ফেলে
ছবি: BR

খাদ্যপণ্যে ভাইরাসের প্রয়োগ

নেদারল্যান্ডসের ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয়ে বিপজ্জনক ব্যাকটেরিয়া শায়েস্তা করতে আরো ছোট জীবাণু কাজে লাগানোর লক্ষ্যে গবেষণা চলছে৷ মিকেরোস কোম্পানি ব্যাকটিরিয়ার ফেজ তৈরি করে৷ ফেজ আসলে এমন ভাইরাস, যেগুলি নির্দিষ্ট গোত্রের ব্যাকটিরিয়ার মধ্যে বাসা বেঁধে বংশবৃদ্ধি ঘটায়৷ এক চিজ প্রস্তুতকারক এমন ফেজ কাজে লাগিয়ে চিজ আরো নিরাপদ করার লক্ষ্যে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করাচ্ছেন৷

তরল ব্যাকটেরিয়া কালচারে ফেজ সৃষ্টি করা হয়৷ সেখানে দ্রুত বংশবৃদ্ধি ঘটে৷ হবহু সেই ব্যাকটেরিয়ার মধ্যেই ফেজ সৃষ্টি করা হয়, পরে যেগুলির মোকাবিলা করতে হবে৷ ফেজ ব্যাকটেরিয়ার জাতশত্রু৷ মিকেরোস লিস্টেরিয়া ও সালমোনেলা মোকাবিলা করতে ফেজ সরররাহ করে৷ এভাবে হামলাকারীরা তাদের শিকারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়৷

ফেজ ব্যাকটেরিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে তার মধ্যে নিজের ডিএনএ ঢুকিয়ে দেয়৷ ফলে ব্যাকটেরিয়াকে বাধ্য হয়ে ফেজের অসংখ্য নকল সৃষ্টি করতে হয়৷ সেই ফেজগুলির চাপে ব্যাকটেরিয়া ফেটে যায়৷ তখন ফেজ বেরিয়ে এসে অন্যান্য ব্যাকটেরিয়ার উপর হামলা চালায়৷

এক খাদ্য প্রস্তুতকারকের সমস্যা সমাধানে ফেজ কাজে লাগানো যায় কিনা, মিকেরোস কোম্পানির কর্মীরা তা পরীক্ষা করছেন৷ খাদ্যপণ্যের দুটি সংস্করণ ব্যাকটেরিয়া দিয়ে দূষিত করা হয়েছে৷ যেমন বিশেষ এক প্রজাতির আপেলের মধ্যে লিস্টেরিয়ার কারণে অ্যামেরিকায় মানুষের মৃত্যু হয়েছিল৷

হাতেনাতে ফলাফল

একটি খাদ্যপণ্যের উপর পানি স্প্রে করে দেখা হলো৷ অন্যটির উপর ব্যাকটেরিয়ার ফেজ ঢেলে দেওয়া হলো৷ এবার ফেজের ক্ষমতা খতিয়ে দেখার পালা৷ বিশেষজ্ঞরা সেই খাদ্যপণ্যের নমুনা ব্যাকটেরিয়ার জন্য অত্যন্ত উর্বর এক পাত্রে রাখলেন৷ তারপর সেটি ২৪ ঘণ্টার জন্য ইনকুবেটরে রাখা হলো৷ বিজ্ঞানীদের দলের প্রধান হাখেনস তাঁর ফেজগুলির কার্যকারিতা সম্পর্কে আশাবাদী৷ তিনি বলেন, ‘‘এত সুনির্দিষ্ট প্রভাব ফেলে বলে ফেজ খুবই কার্যকর৷ অর্থাৎ এগুলি শুধু নির্দিষ্ট এক ধরনের ব্যাকটেরিয়া মেরে ফেলে৷ চিজ ও দইয়ের মতো খাদ্যপণ্যের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার উপর হামলা চালায় না৷ সে কারণে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে ফেজ কাজে লাগানো যায়৷''

২৪ ঘণ্টা পর ইনকুবেটর থেকে প্লেটগুলি বের করে নেওয়া হলো৷ তার মধ্যে অনেকগুলি অনিয়ন্ত্রিত ব্যাকটেরিয়ার কলোনি রয়েছে৷ কয়েকটি মাত্র ফেজের প্লেটের উপর রাখা হয়েছে৷ সেটাই বা করার কী প্রয়োজন ছিল? স্টেফেন হাখেনস বলেন, ‘‘অনিয়ন্ত্রিত শ্রেণির তুলনায় সেগুলির সংখ্যা দশগুণ কম৷ দশগুণ বেশি ফেজের প্রয়োজন হলে দশগুণ বেশি ব্যাকটেরিয়া সরিয়ে ফেলা যায়৷ প্রশ্ন হলো, কীসের প্রয়োজন রয়েছে? খাদ্যপণ্য শিল্পখাতে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, ফলে উচ্চ মাত্রায় পরিচ্ছন্নতা বজায় রাখা হয়৷ খাদ্যপণ্যে লিস্টেরিয়ার প্রবেশের আশঙ্কা অত্যন্ত কম৷ নব্বই শতাংশ ব্যাকটেরিয়া সরিয়ে ফেললে সেই ঝুঁকি আরও কমে যায় এবং খাদ্যপণ্য আরও নিরাপদ হয়ে ওঠে৷''

খাদ্য নিরাপদ রাখতে পারে ফেজ

এভাবে জার্মানিতে অদূর ভবিষ্যতে ফেজের প্রয়োগ বাড়তে পারে৷ যেমন সসেজ উৎপাদনের সময় ব্যাকটেরিয়া-নাশক এই উপাদান প্রয়োগ করা যেতে পারে৷ জীবাণু থেকে সুরক্ষা দিতে ফেজ শুধু খাদ্যপণ্যের উপরিভাগে থাকে৷ স্মোকড মাছের ক্ষেত্রেও এর প্রয়োগ করলে ভালো হয়৷

হোয়েনহাইম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট ভল্ফগাং বায়ার এ বিষয়ে গবেষণা চালাচ্ছেন৷ তাঁর কাছে প্রশ্ন করা হলো. ফেজ কি বিপদেরও কারণ হয়ে উঠতে পারে? বায়ার বলেন, ‘‘এটা ঠিক, যে ব্যাকটেরিওফেজ ভিরুলেন্স জিন বা প্রতিরোধী জিন বয়ে আনতে পারে৷ সবাই জানে, যে এমনটা ঘটে থাকে৷ খাদ্যপণ্য শিল্পে প্রয়োগের সময়েও সেটা হতে পারে৷ তবে খাদ্য শিল্পে মোটেই এমন ধরনের ফেজ প্রয়োগ করার সম্ভাবনা কম, যেগুলি নিজস্ব জিনোম ব্যাকটেরিয়ার জিনোমের অংশ করে তুলতে পারে৷ সে ক্ষেত্রে একমাত্র সেই ধরনের ফেজ কাজে লাগানো হবে, যেগুলি শুধু ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে৷ সে ক্ষেত্রে হস্তান্তরের সম্ভাবনা অত্যন্ত কম৷''

মোটকথা ভবিষ্যতে খাদ্যপণ্যে ভাইরাস আমাদের জন্য ইতিবাচক হতে পারে৷ তবে বিশেষ করে বর্তমান অবস্থায় এমনটা মেনে নেওয়া বেশ কঠিন হবে৷

ফ্রাংক ভিটিশ/এসবি