মানুষের চেয়ে পাখি ছয় গুণ বেশি
১৯ মে ২০২১বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের নয় হাজার ৭০০ প্রজাতির পাখির তথ্য নিয়ে কাজ করে তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়, যে পাঁচ হাজার কোটি পাখি এখনো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চড়ুই (হাউস স্প্যাারো) এবং ইউরোপিয়ান স্টার্লিং৷ চড়ুই রয়েছে ১৬০০ কোটি আর ইউরোপিয়ান স্টার্লিং ১৩০০ কোটি৷
অন্যদিকে কিছু পাখি ধীরে ধীরে বিলুপ্তির পথে৷ বিশেষ করে কিউই আর মেসাইটস৷ সারা বিশ্বে কিউই আছে মাত্র ৩০০০৷ এ ধরনের পাখি মূলত শুধু নিউজিল্যান্ডে দেখা যায়৷ মেসাইটস বেশি পাওয়া যায় মাদাগাস্কারে৷ সব মিলিয়ে তাদের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের মতো৷
এসিবি/কেএম