মানুষ অদৃশ্য করার প্র্যাঙ্ক ভাইরাল
১৩ সেপ্টেম্বর ২০১৮আগস্ট মাসে নেটফ্লিক্সের একটি শো-তে দেখানো এই ভিডিওতে বেশ পরিকল্পনা করেই মানুষকে বোকা বানিয়েছেন উইলিয়াম৷ শুরুতে নিজের পরিচিত কিছু মানুষকে দিয়ে প্রস্তুত করা হয় অভিনয়ের ক্ষেত্র৷
কাপড় দিয়ে ঢেকে তা তুলে নেয়ার পর সত্যিকার অর্থে মানুষটি অদৃশ্য না হলেও আশেপাশে উপস্থিত সকলেই তাঁকে না দেখার ভান করতে শুরু করেন৷ ফলে অচিরেই পরীক্ষায় অংশ নেয়া ব্যক্তিটিও বিশ্বাস করতে শুরু করেন তাঁকে কেউ দেখতে পাচ্ছেন না৷
এমনকি তিনি সেখানে আসার আগে তুলে রাখা কিছু ছবিও তাঁকে দেখানো হয় অদৃশ্য হওয়ার প্রমাণ হিসেবে৷
পুরোপুরি বিশ্বাস করার পর কেউ অদৃশ্য হওয়ার মজা উপভোগ করতে নানারকম অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকেন, কেউ আবার হয়ে পড়েন আতঙ্কগ্রস্ত৷
তবে ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়ানোর পর তা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে৷ নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও দুই সপ্তাহে দেখেছেন ৪৩ লাখ মানুষ৷
অনেকেই নিজেদের বাসায় সন্তানদের সাথে এই অদৃশ্য হওয়ার খেলায় মেতে উঠেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেগুলোও৷
এডিকে/এসিবি