মানবাধিকারে জোর যুক্তরাষ্ট্রের, কৌশলগত অংশিদারত্বে চীন
২৬ মার্চ ২০২৪স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা শরণার্থী সংকট, বিশ্বজুড়ে শান্তিমিশন এবং বিশ্ব স্বাস্থ্য সমস্যা মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশেন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র গর্বিত৷ তিনি বলেন, ‘‘অবাধ, মুক্ত, নিরাপদ এবং উন্নত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার জন্য আমাদের অংশিদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ বাংলাদেশ আরেকটি স্বাধীনতা দিবসের উদযাপনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি৷ এই প্রচেষ্টাগুলোয় বাংলাদেশের সমৃদ্ধি আরও বাড়াবে৷''
সামনের দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও দুই দেশের মানুষের বন্ধন আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷
সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনের
বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে চীনও৷ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷ চিঠিতে তিনি বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশ তার স্বাধীনতা দৃঢ়ভাবে সমুন্নত, অর্থনীতির উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রচেষ্টা চালিয়েছে এবং 'সোনার বাংলার' স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় ভিত্তি স্থাপন করে উল্লেখযোগ্য অর্জন করেছে।
চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ শি জিনপিং জোর দিয়ে বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে কাজ করতে প্রস্তুত রয়েছেন।
পুটিনের বার্তাস্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে টেলিগ্রামবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ঐতিহ্যগতভাবে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের চেতনায় বিকশিত বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘আমি নিশ্চিত যে পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের জনগণের জন্য উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে আরো অবদান রাখব৷''
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৃথক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন৷ সেখানে তিনি দুই দেশের উত্তরোত্তর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন৷
এফএস/কেএম (দ্য ডেইলি স্টার)