1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার প্রশ্ন দূরে রেখে ইউ-চীন বিনিয়োগ চুক্তি

৩১ ডিসেম্বর ২০২০

দীর্ঘ সাত বছরের আলোচনাকে সার্থক করে চীনের সঙ্গে মাল্টি-বিলিয়ন ইউরোর বিনিয়োগ চুক্তিতে সম্মতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ব্রাসেলসের আশা, এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ ব্যাপকভাবে বাড়বে৷

https://p.dw.com/p/3nP7t
Belgien l Online-Gipfel zum Investitionsabkommen zwischen EU und China
ছবি: Dursun Aydemir/AA/picture-alliance

বুধবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইইউ-র সিনিয়র কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক টেলিকনফারেন্সে অংশ নেন৷ চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো হয় তখন৷

পরে এক টুইট বার্তায় জার্মানির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘ বিশ্বের সবচেয়ে বড় একক বাজার রয়েছে ইইউ-র৷ ব্যবসার জন্য আমরা উন্মুক্ত, তবে সুষম প্রতিযোগিতার ক্ষেত্র এবং মূল্যবোধের বিষয়েও আমরা সম্পৃক্ত৷''

অন্যদিকে জিনহুয়ার খবর অনুযায়ী শি জিনপিং-এর আশা, এই চুক্তির মাধ্যমে ইইউ চীনএবং ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বৃহত্তর বাজার খুলে দেবে৷

সাত বছর ধরে এমন একটি বিনিয়োগ চুক্তি নিয়ে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা চলছিল৷ চীনে মানবাধিকার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ৷ এর মাঝেই দেশটির সঙ্গে এমন একটি চুক্তি হলো৷ তবে চুক্তিটি এখনো আইনে পরিণত হওয়ার অপেক্ষায়৷ আগামী বছর ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদন পেলে তা আইন হিসেবে গণ্য হবে৷ 

এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)