1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদ্রাসায় পড়া ‘সফল’ নারীদের কথা

২২ জানুয়ারি ২০২১

বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শতকরা ২৫ ভাগের মতো মেয়ে৷ তবে লেখাপড়া শেষে তাদের জন্য কাজের সুযোগ মাদ্রাসায় পড়া ছেলেদের তুলনায় কম৷ তবে সীমিত সুযোগ কাজে লাগিয়েই কর্মজীবনে সফল হচ্ছেন অনেকে৷

https://p.dw.com/p/3oHHi
বাংলাদেশের একটি মাদ্রাসা

নাশিদ কামাল রাইয়ান পল্লী বিদ্যুতের সহাকারী পরিচালক৷ পড়েছেন যাত্রাবাড়ির জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসায়৷ তিনি সেখান থেকে আলিম পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে৷ অনার্স ও মাস্টার্স করেছেন৷ এরপর যোগ দেন সরকারি চাকরিতে৷ মাদ্রাসায় লেখাপড়ার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘শুরুতে যখন মাদ্রাসায় পড়তাম তখন কেউ কেউ মনে করতেন এখানে লেখাপড়া হয় না৷ এখানে পড়ে কোনো চাকরি পাওয়া যায় না৷ কিন্তু পরে তাদের ভুল ধারনা কেটে গেছে৷’’ তিনি জানান, মাদ্রাসায় তার মানসিক বিকাশে কোনো সমস্যা হয়নি৷ তাদের মাদ্রাসায় গিয়ে তারকা শিল্পীরাও অনুষ্ঠান করেছেন৷ তিনি নিজেও অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ পেয়েছেন সাফল্য৷ তার কথা, ‘‘সাধারণ শিক্ষার পাশাপাশি আমি মাদ্রাসায় পড়ার কারণে ইসলামি শিক্ষাও পেয়েছি৷ এটা আমার জীবন গঠনে সহায়তা করেছে৷ আমি তো মনে করি মাদ্রাসায় পড়ার কারণে আমি অনেক বেশি সহনশীল৷’’

আমি মনে করি মাদ্রাসায় পড়ার কারণে আমি অনেক বেশি সহনশীল: নাশিদ কামাল রাইয়ান

নাশিদ কামাল রাইয়ান যে মাদ্রাসার পড়েছেন সেই জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোহসেনা আক্তার৷ তার পুরো শিক্ষাই মাদ্রাসায়৷ আলিম পাসের পর তিনি ইংরেজি অনার্সে ভর্তি হলেও শেষ পর্যন্ত তা না পড়ে মাদ্রাসা থেকেই সর্বোচ্চ কামিল ডিগ্রি নিয়েছেন৷ সেটা মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃত৷ তিনি জানান, তার মাদ্রাসার অনেক মেয়ে সরকারি চাকরি পেয়েছেন৷ এমবিবিএস ডাক্তারও হয়েছেন৷ মাদ্রাসার সাবেক ছাত্রী আমেনা খাতুন এখন আসগর আলি হাসপাতালের চিকিৎসক বলেও জানালেন তিনি৷

মোহসেনা আক্তার বলেন, ‘‘আমাদের মাদ্রাসায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-র বই ও সিলেবাস অনুসরণ করা হয়৷ বাংলা, ইংরেজি, বিজ্ঞান সবই পড়ানো হয়৷ ফলে তারা সবই শিখছে৷ এসবের পাশাপাশি ইসলামি শিক্ষাও নিচ্ছে৷ তাছাড়া চাকরির ক্ষেত্রেও তাদের সঙ্গে কোনো বৈষম্য করা হয় না’’

বাংলাদেশের মাদ্রাসা ছাত্রীদের যৌনশিক্ষা

নরসিংদির লাখপুর মহিলা দাখিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ রয়েছে৷ নিয়মিত শরীর চর্চাও করানো হয় সেখানে৷ শরীর চর্চার জন্য নারী শরীর চর্চা শিক্ষকও আছেন বলে জানান মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা নাজমুল হোসাইন৷ তিনি বলেন, ‘‘এখান থেকে ছাত্রীরা পাস করে কেউ সাধারণ উচ্চশিক্ষা নিচ্ছে৷ সরকারি ও বেসরকারি চাকরি করছে৷ অধ্যাপক হয়েছেন, শিক্ষক হয়েছেন৷ অনেকে নার্স হয়েছেন৷ একজন দেশের বাইরেও চাকরি পেয়েছেন৷’’ আর মাদ্রাসায় চাকরির বড় একটি সুযোগ আছে সবার৷ এটা বাড়তি৷ তিনি জানান, তিনি নিজেই মাদ্রাসার সর্বেচ্চ শিক্ষা নিয়ে আগে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি হতে পারেননি৷ পরে সাধারণ শিক্ষা নিয়ে বিএড ও এমএড করেছেন৷

এই যে সাফল্য আর বৈষম্যহীনতার কথা, এগুলো সব আলিয়া ধারার এমপিওভুক্ত মাদ্রাসার৷ এগুলো পরিচালিত হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে৷

মাদ্রাসার দুই ধারা

বাংলাদেশে সরকারি আলিয়া মাদ্রাসা মাত্র তিনটি৷ ১. মাদ্রাসা -ই-আলিয়া, লালবাগ, ঢাকা ২. সিলেট সরকারি কামিল মাদ্রাসা এবং ৩. সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা, বগুড়া৷

এছাড়া আলিয়া ধারায় এমপিওভুক্ত মাদ্রাসাও আছে৷ তার মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর এবতেদায়ি মাদ্রাসা আছে তিন হাজার ৪৩৩, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর দাখিল মাদ্রাসা ছয় হাজার ৪৯৩, একাদশ ও দ্বাদশ শেণি পর্যন্ত পড়ানোর আলিম মাদ্রাসা এক হাজার ৫৫৮ এবং স্নাতকোত্তর পর্যন্ত পড়ানোর কামিল মাদ্রাসা ২১৮টি৷ এই মাদ্রাসাগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণাধীন৷

এর বাইরে সারাদেশে ২৫ হাজারের মতো কওমি মাদ্রাসা আছে৷ এই মাদ্রাসাগুলো পুরোপুরি বেসরকারি৷ বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)-এর অধীনে পরিচালিত হয়৷ সিলেবাস ভারতের দেওবন্দ মাদ্রাসার৷ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই৷

কওমি মাদ্রাসার ছাত্রীদের চাকরির সুযোগ

হাটহাজারীর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরি কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাহউদ্দিন নানুপুরি জানান, সরকার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমান দিলেও সরকারি চাকরির ক্ষেত্রে সেই অনুপাতে সুযোগ নেই৷ কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা সাধারণত মসজিদ মাদ্রাসায় চাকরি করে৷ ইমাম হয়, কওমি মাদ্রাসার শিক্ষক হয়৷ এছাড়া ইসলামিক ফাউন্ডেশনে কিছু চাকরির সুযোগ আছে৷ তিনি বলেন, কওমি মহিলা মাদ্রাসা আছে৷ সেখান থেকে যারা পাস করেন তারা মহিলা মাদ্রাসায় চাকরি পান৷

কওমি মহিলা মাদ্রাসা থেকে যারা পাস করেন তারা মহিলা মাদ্রাসায় চাকরি পান: সালাহউদ্দিন নানুপুরি

কওমি মাদ্রাসাগুলোতে আরবি ও উর্দু পড়ানো হয়৷ আর কোরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রের ওপর উচ্চতর ডিগ্রি দেয়া হয়৷ তবে এখন কেউ কেউ একই সঙ্গে সাধারণ শিক্ষাও নেন৷ তারা ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানেও চাকরি পান৷ তবে তাদের সংখ্যা কম বলে জানান তিানি৷

হাটহাজারির মেখল এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া হামিসুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, মাদ্রাসা থেকে যে নারীরা পাস করেন, তারা ইমামের চাকরি বা মসজিদে চাকরি পান না৷ কিন্তু মহিলা মাদ্রাসায় তাদের প্রচুর চাকরি আছে৷ অনেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপালই এখন নারী৷ তিনি দাবি করেন, ‘‘কওমি মাদ্রাসা থেকে যারা পাস করেন, ইনশাল্লাহ তারা তাদের লাইনে চাকরি পান৷ কেউ বেকার নাই৷’’  মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি আরো বলেন, ‘‘কওমি মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, বিজ্ঞান পড়ানো হয়৷ আর এরপর আমাদের যে বইগুলো আরবি ও উর্দুতে আছে তার মধ্যেই বিজ্ঞান, সমাজবিজ্ঞান আছে৷ কওমি মাদ্রাসার পাঠ্যসূচি ভারতের দেওবন্দ মাদ্রাসার৷ আর শিক্ষা বোর্ড হলো বেফাক৷’’

বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘‘কওমি মাদ্রাসায় যা পড়ানো হয় সরকার সেই অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করছে৷ কওমি মাদ্রাসায় সর্বোাচ্চ ডিগ্রি নিয়ে সৌদি আরবসহ কিছু মুসলিম দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ আছে৷ অনেকে সেখানে শিক্ষকতা করছেন৷’’

মাদ্রাসায় সহ-শিক্ষা

কওমি মাদ্রাসায় সহ-শিক্ষা না থাকলেও আলিয়া ধারার কোনো কোনো মাদ্রাসায় সহ-শিক্ষা আছে৷ এরকম একটি মাদ্রাসা গাজীপুরের ‘শ্রীপুর বাংলাহাটি কামিল মাদ্রাসা’৷ ১৯৪৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়৷ ১৯৯১ সাল থেকে সহশিক্ষা শুরু হয় সেখানে৷ সেখানে দুই হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচশ’রও বেশি মেয়ে৷ মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমেদ মমতাজী বলেন, ‘‘ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করছে৷ আর তারা পাস করলেই মাদ্রাসায় চাকরি তাদের কনফার্ম৷ কারণ, ৩০ ভাগ কোটা পূরণ করতে হয়৷ কিন্তু তারা সাধারণ ও সরকারি চাকরিও পাচ্ছে৷ বিসিএস পরীক্ষা দিচ্ছে৷ সরকারি চাকরি পাচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘সবচেয়ে বড় কথা হলো, মাদ্রাসায় পড়লে মেয়েদের সহজেই বিয়ে হয়ে যায়৷ অনেকেই মাদ্রাসা পাস করা পরহেজগার পাত্রী পছন্দ করেন৷ আমার কাছে অনেকেই আসেন পাত্রীর জন্য৷’’

মাদ্রাসায় সহ-শিক্ষার বিষয়ে তিনি বলেন, শুরুতে অনেকেই মনে করেছিল কোনো সমস্যা হবে৷ তাই কমন রুমে ছাত্রীরা থাকতো, শিক্ষকদের সাথে ক্লাসে যেতো এবং তার সাথেই আবার কমন রুমে ফিরে যেতো৷ এখন তারা কমন রুমে নয়, পর্দা মেনে একই ক্লাসে থাকে৷ কোনো সমস্যা হয় না৷ তিনি বলেন, ‘‘সিলেটের একটি মাদ্রাসায় একটি ক্লাসে গিয়ে দেখি চার জন ছাত্র, ১৭ জন ছাত্রী৷ ১৭ জন ছাত্রীকে পর্দা দিয়ে আড়াল করা হয়েছে৷ আমি তখন বললাম চার জন ছাত্রকে তো পর্দার ভিতরে নেয়া সহজ৷ তাই করো৷ আসলে সমস্যা আমাদের মনে৷’’

কওমির বঞ্চনার কথা

কওমি মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা, ইরেজি পড়ানো হলেও তারা দেওবন্দের সিলেবাসই অনুসরণ করতে চান৷ তার এই শিক্ষার উচ্চ পর্যায়ে আর কিছু অন্তুর্ভুক্ত করতে চান না৷ তবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, তাদের মূল ধারার সাথে সমন্বয় করতে চাইছে সরকার৷ আলাপ-আলোচনা হচ্ছে৷ আর আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষার মূল ধারার সাথে সমন্বয় হয়ে গেছে৷ ফলে তারা এখন সাধারণ শিক্ষার মতোই সব সুবিধা পাচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান