মাথা নত করে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান
১ নভেম্বর ২০২২পুলিশ প্রধান বলেন তার ‘গভীর দায়' অনুভব হচ্ছে৷ শনিবার রাতের ঐ আয়োজনে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘অপ্রতুল' ছিল বলেও জানান তিনি৷
ইয়ুন-হে-কেওন নিশ্চিত করেন দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল৷ ‘‘তারপরও ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না,'' বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি৷ এই অবস্থায় পদত্যাগ করবেন কিনা, এই প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি বলে জানিয়েছে দৈনিক কোরিয়া জুংআং৷
রাজধানী সৌলের ইটেওয়ান এলাকা পার্টি করার জন্য পরিচিত৷ সেখানেই শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়৷
ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন৷ কিন্তু উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিল বলে অভিযোগ তাদের৷
প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছিল৷
সৌলের পুলিশ কর্মকর্তা ওহ সেউং-জিন সোমবার স্বীকার করেন, কোনো নির্দিষ্ট আয়োজক নেই, এমন কোনো আয়োজনে অনেক দর্শক হলে তা কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল কর্তৃপক্ষের কাছে ছিল না৷ তিনি এও স্বীকার করেন, পুলিশ সেই রাতে অন্যান্য অপরাধ দমনে বেশি মনোযোগী ছিল৷
জেডএইচ/কেএম (রয়টার্স)