মাতাল নিকোলাস কেজ হাত তুললেন স্ত্রীর গায়ে
১৭ এপ্রিল ২০১১ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে৷ যুক্তরাষ্ট্রের নিউ ওরলিন্সে৷ অবশ্য রাত পেরুতেই কাক ডাকা ভোরে মুক্তি পেয়েছেন তিনি৷ কিন্তু ঘটেছিল কী?
স্বামী-স্ত্রীর ঝগড়ায় অনেক বিষয় থাকে, অনেক সময় থাকে মতের অমিল৷ শুক্রবার রাতে কোন একটি জায়গা থেকে দুইজন, মানে কেজ এং তাঁর স্ত্রী এলিস ফিরছিলেন৷ গাড়িটা নাকি কেজ নিজেই চালাচ্ছিলেন৷ নিজের বাড়িতে না গিয়ে হঠাৎ গাড়ির গতিপথ পরিবর্তণ করেন তিনি৷ চলে যান শহরের অন্যপ্রান্তের একটি বাড়ির সামনে৷ গাড়ি থেকে নামতে বলেন স্ত্রীকে৷ এরপর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কেজ ঘোষণা করেন, এটা তাঁর ভাড়া বাড়ি৷ ‘চলো ভিতরে', স্ত্রীকে সাদর আমন্ত্রণ৷ এলিস জানতেন এটা ঠিক নয়৷ এরপর শুরু হয় দুই জনের কথা কাটাকাটি, তর্ক-বিতর্ক৷ এক পর্যায়ে স্ত্রীর গায়ে হাত তুললেন কেজ৷ বিষয়টি কেউ হয়তো দেখছিলেন৷ ফলে দ্রুতই খবরটি চলে যায় পুলিশের কাছে৷ পুলিশ এসে একটি ট্যাক্সিতে তুলে দেবার চেষ্টা করতেই আরেক দফা চিৎকার করতে থাকেন অস্কার জয়ী এই অভিনেতা৷ সন্দেহ বেড়ে যায় পুলিশের৷ অ্যালকোহল মিটার দিয়ে পরীক্ষা করা হয় কেজকে৷ যা ভাবা হয়েছিল তাই! পাঁড় মাতাল সে৷
আইন অনুসারেই নিয়ে যাওয়া হলো থানায়৷ পুলিশের অভিযোগ কেজ মাতলামি করেছেন, স্ত্রীর গায়ে হাত তুলেছেন এবং শহরের শান্তি ভঙ্গ করেছেন৷ আর এ জন্যই হাজত বাস৷ খুব ভোরে মুক্তি পান ‘দ্য বাউন্টি হান্টার' খ্যাত এই অভিনেতা৷ তবে এ জন্য তাঁকে ১১ হাজার ডলারের মুচলেকা দিতে হয়েছে৷
বলে রাখা ভালো, হালে খুব আর্থিক সমস্যায় আছেন কেজ৷ মন মেজাজ খারাপ৷ এ রকম অবস্থায় এক পানশালার কাঁচ ভেঙ্গে কয়েক দিন আগে পুলিশী ঝামেলায় পড়তে হয়েছিল তাঁকে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: রিয়াজুল ইসলাম