মাকড়সার রেশমের গোপন কথা
১৩ মার্চ ২০১১জার্মানির ‘হাইডেলবার্গ ইন্সটিটিউট অফ থিয়রিটিক্যাল স্টাডিজ' এর বিজ্ঞানীরা মনে করেন, তারা মাকড়সার জালের রেশমের গোপন রহস্যটি উদ্ঘাটন করতে পেরেছেন৷ ‘বায়োফিজিক্যাল' পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যায় এই গবেষণাটি প্রকাশ করা হয়েছে৷
মাকড়সার জালের সুতা অত্যন্ত মজবুত এবং একইসঙ্গে ইলাস্টিক বা প্রসারণ যোগ্য৷ তাই এর কারণ বের করতে বিজ্ঞানীদের অনেকদিনের প্রচেষ্টা৷ এখন বিজ্ঞানীরা দাবি করছেন, প্রকৃতির এই গুরু রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন তাঁরা৷ বলছেন, মাকড়সা থেকে তৈরি রেশমের সূক্ষ্ম গঠন সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন৷
গবেষণার অন্যতম গবেষক ফ্রাউকে গ্রেটার সংবাদ সম্মেলনে বলছেন, ‘‘এই প্রাকৃতিক তন্তুর গঠনগত বৈশিষ্ট্য খুঁজে দেখার চেষ্টা করেছেন অনেকেই৷ এই গবেষণা এই তন্তুর গঠনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে৷ বিজ্ঞানীরা ইস্পাতের সঙ্গে এই তন্তুর দৃঢ়তার তুলনা করেন৷ বলেন, এটি টায়ারে ব্যবহৃত সিনথেটিক তন্তু কেভলারের চেয়ে শক্ত৷ অন্যদিকে এর ঘনত্ব সুতি বা নায়লনের চেয়ে কম৷
ফ্রাঙ্কফুর্ট'এর সেংকেনব্যার্গ রিসার্চ ইন্সটিটিউট'এর অ্যারাকনোলজি বিভাগে মাকড়সা জাতীয় প্রাণীদের নিয়ে গবেষণা করা হয়৷ বিভাগের প্রধান পেটার ইয়েগার বলেন, গবেষণায় প্রাপ্ত তথ্য মাকড়সার রেশম তৈরির কৌশল জানতে সাহায্য করছে, যা তন্তু তৈরির কারখানায় ব্যবহার করা যেতে পারে৷ কেননা এই গঠনশৈলী কৃত্রিম রেশম তন্তুর উন্নয়নে সাহায্য করতে পারে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, যেখানে এই গবেষণা থেকে পাওয়া তথ্য কাজে লাগানো যেতে পারে৷
বিজ্ঞানীদের গবেষণা বলছে, মাকড়সার তন্তুতে মূলত দু'টি প্রধান উপাদান দেখা যায়৷ একটি উপাদান নরম এবং এর কোন নির্দিষ্ট আকার নেই৷ অন্যটি শক্ত এবং অতি স্বচ্ছ৷ বিজ্ঞানীরা বলছেন,
এর নরম উপাদানটি রেশমের স্থিতিস্থাপকতায় কাজ করে৷ যেখানে স্ফটিক স্বচ্ছ উপাদানটি এই তন্তুকে শক্ত করে তোলে৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন