মা’কে মিষ্টি খাওয়ানোয় বাবাকে মারধর
২৬ অক্টোবর ২০১৮মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর৷ ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোড় এলাকায়৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মানিকলাল বিশ্বাস নামের ৮০ বছর বয়সি এক বৃদ্ধের স্ত্রী দুর্গাপূজার বিজয়া দশমীতে স্বামীকে প্রণাম করেন৷ ঘরেই রাখা ছিল মিষ্টির প্লেট৷ মানিকলাল প্লেট থেকে একটা মিষ্টি তুলে দেন স্ত্রী'র মুখে৷ যদিও তিনি তা খাননি৷ কারণ, তিনি ডায়বেটিসের রোগী৷
অবশ্য তা মনে ছিল না বৃদ্ধের৷ বৃদ্ধের যুবক পুত্র প্রদীপ তখন ঘরে ছিলেন না৷ ছিলেন পুত্রবধু৷ ফিরে এসে ‘খবর পেয়ে’ রীতিমতো হামলে পড়েন বৃদ্ধ পিতার ওপর৷ একের পর এক চড়-থাপ্পর মারতে থাকেন এবং ধমকা- ধমকি করতে থাকেন৷
এই ঘটনার ভিডিও ধারণ করেছেন এক প্রতিবেশী৷ পরে সুজন দত্ত নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার তা প্রকাশ করা হয়৷ এরপর একদিনেই প্রায় ১৪ লাখ ভিউ হয়৷ ৬২ হাজারেরও বেশিবার শেয়ার হয়৷ পুত্রের এমন আচরণের সমালোচনায় মুখর হয়ে ওঠে পুরো ফেসবুক৷
এরপর বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের৷ স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরে পুলিশ এসে মানিকলালের সঙ্গে কথা বলে৷ মানিকলাল ঘটনার কথা পুলিশকে জানান এবং এ-ও বলেন যে, তিনি সবসময়ই পুত্রের মারধরের আতঙ্কে দিন কাটান৷ অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করে পুলিশ৷
এদিকে পরে এই ছেলেকেই ছাড়িয়ে নিতে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ অশোকনগর থানায় হাজির হন মানিকলাল৷ থানার ওসি-কে তিনি বলেন, ছেলে ভুল করে ফেলেছে, তবু এবারের মতো ছেড়ে দেয়া হোক৷ তবে ততক্ষণে মামলা হয়ে গেছে৷ তাই অভিযুক্তকে থানা থেকে ছাড়েনি পুলিশ৷
পরদিন আদালত থেকে ছেলেকে জামিনে মুক্ত করে আনেন মানিকলাল৷
জেডএইচ/এসিবি