1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের দস্তানার দাম ১৯২ হাজার ডলার

২৮ জুন ২০১০

জুলিয়েন্সের নিলামে বেশ কিছু জনপ্রিয় তারকার ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে মাইকেল জ্যাকসনের গ্লাভস বিক্রি হলো সবচেয়ে চড়া দামে৷ ভক্তদের স্মৃতিতে, ভালবাসায় মাইকেল জ্যাকসন এখনও কিং অফ পপ৷

https://p.dw.com/p/O4rH
১৯৮৪ সালে – এই সেই গ্লাভসছবি: AP

২৫শে জুন ছিল কিং অফ পপ মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী৷ অ্যামেরিকা কিভাবে উদযাপন করল এই মৃত্যুবর্ষিকী ? গত রবিবার লাস ভেগাসে প্রয়াত কিং অফ পপের বেশ কিছু ব্যবহৃত জিনিস তোলা হয় জুলিয়েন্সের নিলামে৷ সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছে মাইকেল জ্যাকসনের সাদা পাথর খচিত দস্তানা৷ বিভিন্ন কনসার্টে জ্যাকসনকে এই গ্লাভস পরে গাইতে, নাচতে দেখা গেছে৷ মনে পড়ছে কি ? ঐ যে সাদা রঙের দস্তানা, জ্যাকসেনর ডান হাতে, পাথর বসানো, সারাক্ষণই জ্বলজ্বল করছে৷ কত দামে বিক্রি হয়েছে এই দস্তানা ? মাত্র ১৯২ হাজার ডলার৷ খুব বেশি মনে হচ্ছে ?

Michael Jackson Trauerfeier Flash-Galerie
কিং অফ পপের বেশ কিছু জ্যাকেটও বিক্রি হয়েছে নিলামেছবি: AP

নিলামে তোলা হয়েছিল সব মিলে প্রায় ১৬০০ জিনিস৷ সব জিনিস অবশ্য মাইকেল জ্যাকসনের নয়৷ তার ব্যবহৃত ২৪০ টি জিনিস স্থান পেয়েছিল৷ বিক্রিত অর্থের পরিমাণ ছিল দুই মিলিয়ন ডলার৷

জুলিয়েন্স নিলামের মূল উদ্যোক্তা ছিলেন ড্যারেন জুলিয়েন৷ তিনি জানান, ‘মারা যাওয়ার পরও মাইকেল জ্যাকসন এখনো সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি, তা এই নিলাম থেকেই প্রমাণ পাওয়া গেছে৷'

Madonna in Sofia 2009
কোথায়, কবে, কি ছুড়ে দিয়েছিলেন – তারই দাম উঠেছে ১০ হাজার ডলারছবি: AP

জ্যাকসনের এই সাদা রঙের পাথর খচিত গ্লাভসের বিশেষত্ব কি ? ১৯৮৪ সালে ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ'-এর একটি পুনর্মিলনী ট্যুরে মাইকেল জ্যাকসন এই গ্লাভসটি প্রথম পরেন৷ সবমিলে প্রায় পাঁচটি দস্তানা ছিল মাইকেল জ্যাকসেনর৷ গ্লাভসের সঙ্গে আরো ছিল জ্যাকসেনর বেশ কিছু পাথর খচিত জ্যাকেট যেগুলো প্রতিটি একশ' হাজার ডলারে বিক্রিত হয়েছে৷

তবে গত নভেম্বরের একটি নিলামেও মাইকেল জ্যাকসনের ব্যবহৃত সাদা গ্লাভস বিক্রি হয়েছিল৷ তার মূল্য ছিল ৪২০ হাজার মার্কিন ডলার৷ সেই তুলনায় দাম কিছুটা পড়েছে বলতেই হচ্ছে !

Michael Jackson Handschuh Flash-Galerie
চড়া দামে বিক্রি হচ্ছে পাথর খচিত গ্লাভসটিছবি: AP

আর কি কি ছিল নিলামে ? স্টার ট্রেকের পরিচালক জেনি রডেনবেরির ব্যবহৃত ৩০ বছরের পুরোনো কম্পিউটার যা তিনি ব্যবহার করেছিলেন স্টার ট্রেকের চিত্রনাট্য লিখতে৷ নিলামে ছিল অভিনেতা উইলিয়াম শাটনারের হার্লে ডেভিডসন মোটর সাইকেল৷ দাম উঠেছিল মাত্র বার হাজার ডলার৷ এলভিস প্রেসলির একগোছা চুল - দাম কুড়ি হাজার ডলার৷ ম্যাডোনার স্টেজ পারফরমেন্সের সময় ছুঁড়ে দেয়া ব্রা – দাম দশ হাজার ডলার৷ গায়ক প্রিন্সের নিজ হাতে লেখা পার্পেল রেইনের লিরিক্স – দাম পঞ্চান্ন হাজার ডলার৷

তবে জুলিয়েন্সের নিলামের পর মনে হচ্ছে মাইকেল জ্যাকসন শুধু কিং অফ পপ নন, কিং অফ অকশান- ও বটে!

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক