মাইকেল জ্যাকসনের দস্তানার দাম ১৯২ হাজার ডলার
২৮ জুন ২০১০২৫শে জুন ছিল কিং অফ পপ মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী৷ অ্যামেরিকা কিভাবে উদযাপন করল এই মৃত্যুবর্ষিকী ? গত রবিবার লাস ভেগাসে প্রয়াত কিং অফ পপের বেশ কিছু ব্যবহৃত জিনিস তোলা হয় জুলিয়েন্সের নিলামে৷ সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছে মাইকেল জ্যাকসনের সাদা পাথর খচিত দস্তানা৷ বিভিন্ন কনসার্টে জ্যাকসনকে এই গ্লাভস পরে গাইতে, নাচতে দেখা গেছে৷ মনে পড়ছে কি ? ঐ যে সাদা রঙের দস্তানা, জ্যাকসেনর ডান হাতে, পাথর বসানো, সারাক্ষণই জ্বলজ্বল করছে৷ কত দামে বিক্রি হয়েছে এই দস্তানা ? মাত্র ১৯২ হাজার ডলার৷ খুব বেশি মনে হচ্ছে ?
নিলামে তোলা হয়েছিল সব মিলে প্রায় ১৬০০ জিনিস৷ সব জিনিস অবশ্য মাইকেল জ্যাকসনের নয়৷ তার ব্যবহৃত ২৪০ টি জিনিস স্থান পেয়েছিল৷ বিক্রিত অর্থের পরিমাণ ছিল দুই মিলিয়ন ডলার৷
জুলিয়েন্স নিলামের মূল উদ্যোক্তা ছিলেন ড্যারেন জুলিয়েন৷ তিনি জানান, ‘মারা যাওয়ার পরও মাইকেল জ্যাকসন এখনো সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি, তা এই নিলাম থেকেই প্রমাণ পাওয়া গেছে৷'
জ্যাকসনের এই সাদা রঙের পাথর খচিত গ্লাভসের বিশেষত্ব কি ? ১৯৮৪ সালে ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ'-এর একটি পুনর্মিলনী ট্যুরে মাইকেল জ্যাকসন এই গ্লাভসটি প্রথম পরেন৷ সবমিলে প্রায় পাঁচটি দস্তানা ছিল মাইকেল জ্যাকসেনর৷ গ্লাভসের সঙ্গে আরো ছিল জ্যাকসেনর বেশ কিছু পাথর খচিত জ্যাকেট যেগুলো প্রতিটি একশ' হাজার ডলারে বিক্রিত হয়েছে৷
তবে গত নভেম্বরের একটি নিলামেও মাইকেল জ্যাকসনের ব্যবহৃত সাদা গ্লাভস বিক্রি হয়েছিল৷ তার মূল্য ছিল ৪২০ হাজার মার্কিন ডলার৷ সেই তুলনায় দাম কিছুটা পড়েছে বলতেই হচ্ছে !
আর কি কি ছিল নিলামে ? স্টার ট্রেকের পরিচালক জেনি রডেনবেরির ব্যবহৃত ৩০ বছরের পুরোনো কম্পিউটার যা তিনি ব্যবহার করেছিলেন স্টার ট্রেকের চিত্রনাট্য লিখতে৷ নিলামে ছিল অভিনেতা উইলিয়াম শাটনারের হার্লে ডেভিডসন মোটর সাইকেল৷ দাম উঠেছিল মাত্র বার হাজার ডলার৷ এলভিস প্রেসলির একগোছা চুল - দাম কুড়ি হাজার ডলার৷ ম্যাডোনার স্টেজ পারফরমেন্সের সময় ছুঁড়ে দেয়া ব্রা – দাম দশ হাজার ডলার৷ গায়ক প্রিন্সের নিজ হাতে লেখা পার্পেল রেইনের লিরিক্স – দাম পঞ্চান্ন হাজার ডলার৷
তবে জুলিয়েন্সের নিলামের পর মনে হচ্ছে মাইকেল জ্যাকসন শুধু কিং অফ পপ নন, কিং অফ অকশান- ও বটে!
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক