1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহামারি ধর্ষণ রোধে ‘অ্যান্টি রেপ ডিভাইস'

১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশে ধর্ষণ ‘মহামারি' আকার ধারণ করায় নারীদের জন্য স্বয়ংক্রিয় ‘অ্যান্টি রেপ ডিভাইস' সহজলভ্য করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ এ নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করাসহ ৬০দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে৷

https://p.dw.com/p/3WQzB
Bangladesch Gerichtshof in Dhaka
ছবি: DW/M. Mostafigur Rahman

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন'স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে দায়ের করা এক রিটের শুনানি শেষে রোববার হাইকোর্ট এ আদেশ দেন৷ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়৷ একইসঙ্গে ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে নারীদের রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও সরকারের ওপর রুল জারি করেছে আদালত৷ 
হাইকোর্টের আদেশে আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ধর্ষণ প্রতিরোধক যন্ত্র বা ‘অ্যান্টি রেপ ডিভাইস' কমিটিতে কমিটিতে বুয়েটের একজন বিশেষজ্ঞ অধ্যাপককে রাখতে বলা হয়েছে৷ আরো থাকবেন পুলিশের আইজি ও সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের মহাপরিচালক৷ আর এই ডিভাইসটি পুলিশের ৯৯৯ নাম্বারের সাথে কিভাবে যুক্ত করা যায় সে ব্যাপারেও মতামত দিতে বলা হয়েছে৷
রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, ‘‘অ্যান্টি রেপ ডিভাইস এমন একটি ডিভাইস যা ছোট ঘড়ির মত বা অন্য কোনো আকারের৷ এটা অনলাইন ও টেলিফোন নেটওয়ার্কে চিপস বা সিমের মাধ্যমে যুক্ত থাকে৷ কোনো নারী আক্রান্ত হলে বা যৌন সহিংসতার শিকার হলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দেয়৷ ফলে লোকজন এগিয়ে আসতে পারেন৷ আবার এটা ঘটনান্থলের ভিডিও, অডিও, ছবি বা তথ্য সংগ্রহে রাখে৷ ফলে আলামত পাওয়া সহজ হয়৷''
তিনি বলেন, ‘‘আমরা এটাার সঙ্গে পুলিশের হেল্পলাইন নাম্বার ৯৯৯ সংযুক্ত করার কথা বলেছি৷ আদালতও সম্মতি দিয়েছেন৷ ওই কমিটি এখন ৬০ দিনের মধ্যে সুপারিশ করবে, এটা কিভাবে করা সম্ভব৷ এই ডিভাইস আলিবাবাসহ অনলাইন মার্কেটপ্লেসে কিনতে পাওয় যায়৷ বিশ্বের উন্নত দেশে এই ডিভাইস নারীরা ব্যবহারও করেন৷ দামও বেশি না৷ আমরা চাচ্ছি এটা বাংলাদেশে সহজলভ্য করা হোক৷ বাংলাদেশে এটা ব্যবহারে বাধা নেই৷ তবে সেটা সরকারের মাধ্যমে আসুক৷ এতে সচেতনতাও বাড়বে৷ নারীদের সাথে একটা সিকিউরিটি ডিভাইস থাকবে৷ ৯৯৯ এ যুক্ত হলে স্বয়ংক্রিভাবে ডিভাইস সহায়তা চাইবে৷''
তিনি বলেন, ‘‘বাংলাদেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে৷ এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে৷ এর প্রধান কারণ বিচার হয়না৷ মাত্র তিনভাগ মামলায় অপরাধীর শাস্তি হয়৷ এই সিকিউরিটি ডিভাইসটা এখানে ব্যবহার হলে নারীরা শুধু ধর্ষণ নয়, যৌন হয়রানী, ইভটিজিংসহ আরো অনেক নিরাপত্তাহীনতা থেকে রক্ষায় সাহসী হবেন৷''
রিটটি করা হয়েছিল গত ১২ জানুয়ারি৷ রিটের পক্ষে আরেক আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘‘এই ডিভাইসটি আমাদের দেশে সহজলভ্য নয়৷ তবে মালয়েশিয়াসহ এশিয়ার অনেক দেশে ব্যবহার করা হয়৷ আমরা চাইছি বিশেষজ্ঞদের মতামত নিয়ে ডিভাইসটি আমাদের দেশের উপযোগী করে বাজারজাত করা হোক৷ আর পুলিশের ৯৯৯-এর সহায়তা আমরা যুক্ত করতে চাইছি৷ এটার যাতে অপব্যহার না হয় সেইভাবে করতে হবে৷ এই ডিভাইসটি নানা আকারের ও নানা কৌশলের হয়৷ এমনকি শরীরের সেনসেটেভ স্থানেও স্থাপন করা হয়৷''
তিনি বলেন, ‘‘এটা নারীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াবে৷ আর যেহেতু এটা ঘটনার সময়সহ অনেক কিছু রেকর্ড করতে পারে তাই আলামতও সংরক্ষণ করবে৷ মামলায় ঘটনা প্রমাণে সহায়ক হবে৷''
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের নারীদের মধ্যে নিরাপত্তা ডিভাইস ও আত্মরক্ষার ডিভাইস ব্যবহারের আগ্রহ আছে৷ কোনো কোনো নারী শারীরিক কসরতও শেখেন৷ এটা নিয়ে নীতিমালা করে সরকার এগিয়ে এলে নারীদের মধ্যে ভয় কমবে৷ অনেক নারী শুরুতে ভয়েই দুর্বল হয়ে যান৷ ফলে দুর্বৃত্তরা সহজেই তাদের ওপর যৌন সহিংসতা চালায়৷''
এদিকে, রোববার হাইকোর্টের আরেকটি বেঞ্চ সারাদেশে ধর্ষণ প্রতিরোধে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছে৷ আগামী ৩০ দিনের মধ্যে এই কমিশন গঠনের নির্দেশ দেয়া হয়েছে৷ একইসঙ্গে ওই কমিটিকে পরবর্তী ৬ মাসের মধ্যে ধর্ষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি সুপারিশমালা তৈরি করে আদালতে প্রতিবেদন আকারে জমা দেয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ৷

অনেক নারী শুরুতে ভয়েই দুর্বল হয়ে যান: ইসরাত

সরকারের মাধ্যমে এলে সচেতনতা বাড়বে: হালিম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য