1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাত্মা গান্ধীর জিনিসপত্র নিলামে বিক্রির বিরোধিতা

হোসাইন আব্দুল হাই১৮ ফেব্রুয়ারি ২০০৯

মহাত্মা গান্ধীর ব্যক্তিগত জিনিসপত্র নিলামে বিক্রির বিরোধিতা করেছেন তাঁর ভক্তরা৷ তারা গান্ধীর ব্যবহৃত ঐতিহাসিক চশমাসহ তৈজসপত্র ভারতে ফেরত আনার জন্য জোর দাবি জানিয়েছেন৷

https://p.dw.com/p/GwXR
মহান পুরুষ মহাত্মা গান্ধী তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সফল জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন৷ছবি: AP

গান্ধীর প্র-পৌত্র তুষার গান্ধী এ ধরণের নিলামকে ভারতের স্বাধীনতার প্রাণ-পুরুষ মহাত্মা গান্ধীর প্রতি অপমানজনক বলে উল্লেখ করেছেন৷ গান্ধীর পাদুকা, পকেট ঘড়ি এবং কিছু থালা-বাসনসহ এ সব বিখ্যাত তৈজসপত্র আগামী মাসে নিউ ইয়র্কে নিলামে বিক্রির কথা রয়েছে৷

নিলাম আয়োজক প্রতিষ্ঠান আশা করছেন, এ জিনিসগুলোর মোট মূল্য ২০,০০০ থেকে ৩০,০০০ ডলার হবে৷ এসব মূল্যবান জিনিস বর্তমানে একজন জার্মান সংগ্রহকারীর কাছে রয়েছে৷ এগুলো তিনি গান্ধীর নাতনী গীতার কাছ থেকে পেয়েছেন৷ তুষার গান্ধী বলেছেন, তিনি ভারতবর্ষের গর্বের বিষয় – এসব মূল্যবান জিনিস ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছেন৷

Demonstranten in Neu Delhi warten nachdem sie durch die Polizei am weiterziehen zum Parlament gehindert wurden Indien Proteste Reformen Landlose Mahatma Gandhi
মহাত্মা গান্ধীর ব্যক্তিগত জিনিসপত্র নিলামে বিক্রির বিরোধিতা করেছেন তাঁর ভক্তরা৷ (ফাইল ফটো)ছবি: AP

সাংসদ মোহন সিং এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব মূল্যবান জিনিসপত্র কিনে এনে জাদুঘরে সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

নতুন দিল্লীতে অবস্থিত গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব রামচন্দ্র রাহা বলেন, গান্ধীর ব্যবহৃত এসব জিনিসপত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রহ করে রাখা দরকার যাতে তারা সেগুলো থেকে উৎসাহ ও উদ্দীপনা পেতে পারে৷

মুম্বই এ অবস্থিত মহাত্মা গান্ধী ফাউন্ডেশনের প্রধান তুষার গান্ধী বলেন, বর্তমান মালিকের কাছে এগুলো দেয়া হয়েছিল জাদুঘরে প্রদর্শনীর জন্য এবং এগুলো বিক্রির অনুমতি দেয়ার কোন নৈতিক অধিকার গীতার নেই৷ তিনি বলেন, গীতার এটা স্মরণ করা উচিত যে, তাঁর পিতা-মাতা কখনো এগুলো বিক্রি করে অর্থ উপার্জনের কথা চিন্তা করেননি বরং তাঁরা এগুলোকে সম্মানের সাথে পুজো করতেন৷

তুষার গান্ধী জানান যে, তিনি নিলামের আয়োজক প্রতিষ্ঠান ‘এ্যান্টিক্যুরাম অকশোনিয়ারস' কে ৫ মার্চ এর নিলাম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তারা এতে সম্মত হয়নি৷ তাই তিনি এসব জিনিস কিনে আনার জন্য অর্থ সংগ্রহ করে চলেছেন৷ তবে তিনি আশংকা করছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ সংগ্রহ করা হয়তো সম্ভব হবে না৷

উল্লেখ্য, মহান পুরুষ মহাত্মা গান্ধী তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সফল জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন৷ ১৯৪৮ সালে ভারত স্বাধীন হওয়ার এক বছর পরে এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন৷